শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান

আমিনুল ইসলাম বুলবুল

বেশ কয়েকটি রেকর্ডের মালিক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। যা কখনোই ভাঙার নয়। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সবকিছুকে পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটে চিরস্থায়ী হয়েছেন বুলবুল বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে। ২০০০ সালে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ওই সেঞ্চুরিটি আবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। ৪ নম্বর পজিসনে ব্যাট করে ১৪৫ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি ৩৮০ বলে ১৭ বাউন্ডারিতে। ইনিংসটির স্থায়িত্ব ছিল ৫৩৫ মিনিট বা ৮ ঘণ্টা ৫৫ মিনিট। সাবেক অধিনায়ক ক্যারিয়ারে ১৩ টেস্ট খেলে ২১.২০ গড়ে রান করেছেন ৫৩০। সেঞ্চুরি একটি এবং হাফসেঞ্চুরি ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৮৪ রানের ইনিংসটি আবার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় হাফসেঞ্চুরি কলম্বোয় মোহাম্মদ আশরাফুলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়ার ম্যাচে।

 

সর্বশেষ খবর