রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পারলেন না স্মিথ

ক্রীড়া ডেস্ক

পারলেন না স্মিথ

ব্যক্তিগত ৮০ রানে আহত হন। ইংলিশ পেসার জোফরা আর্চারের বাউন্সারে নাকাল হয়ে মাঠের বাইরে চলে আসেন স্টিভ স্মিথ। কিন্তু খুব বেশি সময় বাইরে বসে থাকেননি। পিটার সিডলের বিদায়ের পর ফের মাঠে নামেন। এরপরই ঝলক দেখাতে শুরু করেন। স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওয়ক্স, আর্চারের বলগুলোকে দেখে শুনে ধীরে ধীরে ২৬ নম্বর সেঞ্চুরি পথে হাঁটতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য! গোটা ম্যাচে একটি বলই ঠিকমতো সামলাতে ব্যর্থ হন। তাতেই লেগ বিফোর! যদিও রিভিউ চেয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি। ব্যক্তিগত ৯২ রানে মাথা নিচু করে ফিরে আসেন অভিজাত লর্ডসের প্যাভিলিয়নে। তিনি যখন ফিরছিলেন, তখন ভিআইপি গ্যালারিতে বসে থাকা কিংবদন্তির ক্রিকেটার ইয়ান বোথাম, স্টিভ ওয়াহরা দাঁড়িয়ে করতালিতে অভিনন্দন জানান স্রোতের বিপরীতে অসাধারণ এক ইনিংস খেলার জন্য। টেস্ট ক্রিকেটের এই সেরা ব্যাটসম্যান স্মিথ বল টেম্পারিংয়ের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন এক বছর। আভিজাত্যের অ্যাশেজ খেলতে নেমেই যেন দ্যুতি ছড়াতে থাকেন। এজবাস্টনে অস্ট্রেলিয়ার ২৫১ রানের জয়ী ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে মেলে ধরেন। প্রথম ইনিংসে দল যখন কোণঠাসা, তখন খেলেন ১৪৪ রানের হিমালয়সম দৃঢ়তার ইনিংস। দ্বিতীয় ইনিংসেও থেমে থাকেননি। খেলেন ১৪২ রানের ইনিংস। গতকাল লর্ডসের সাজঘরে ফেরার আগে খেলেন ৯২ রানের আরও একটি চকচকে ইনিংস। ১৬১ বলের ইনিংসটিতে ছিল ১৪টি বাউন্ডারি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়া ২৫০ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড সুবিধা করতে পারছে না। তারা ৯৬ রান তুলেছে মূল্যবান ৪ উইকেট হারিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর