শিরোনাম
রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। আসরে খেলবে শুধু মেয়েরা। মহিলা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি সরাসরি অংশ নিবে গেমসে। উপেক্ষিত থাকছে পুরুষ দলগুলো। ২০২২ সালের ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত বার্মিংহামের এজবাস্টনে বসবে গেমসের ২২তম আসর। ৮ দিনব্যাপী টি-২০ সংস্করণে গেমসের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম এজবাস্টনে। সর্বশেষ ১৯৯৮ সালে কুয়ালালামপুর গেমসে ক্রিকেট হয়েছিল। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেবার মহিলাদের অংশগ্রহণ ছিল না ক্রিকেটে। অবশ্য গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশও। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জোর চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর