সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রেলিগেশনে চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক

রেলিগেশনে চ্যাম্পিয়নরা

ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়া যেমন গর্বের, তেমনি রেলিগেশনও লজ্জার। এবার পেশাদার লিগে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে আরেক নতুন দল নোফেল স্পোর্টিংয়ের অবস্থান লজ্জার। অভিষেক আসরেই তারা পেশাদার লিগ থেকে বিদায় নিয়েছে। ১৩ দলের মধ্যে তাদের অবস্থান ১২ নম্বরে। টিম বিজেএমসি ১৩তম স্থানে থেকে তারাও রেলিগেটেড হয়েছে। লিগের বাইলজ অনুযায়ী পয়েন্ট তালিকায় সর্বনিম্ন দুই দল নেমে যাবে। সেই আইনে নোফেল ও টিম বিজেএমসি আগামী মৌসুম খেলবে পেশাদার লিগে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে। ১৯৪৮ সালে ঢাকা প্রথম বিভাগ লিগ শুরু হয়। ১৯৯২ সাল থেকে নামকরণ করা হয় প্রিমিয়ার লিগ। ২০০৭ সাল থেকে পেশাদার লিগের যাত্রা। প্রথম, প্রিমিয়ার ও পরে পেশাদার লিগ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনেক ঐতিহ্যবাহী ক্লাব ওঠানামা করেছে। আবার বিলুপ্তিও ঘটেছে। রেলিগেশনে চ্যাম্পিয়ন দলের সংখ্যাও কম নয়। টিম বিজেএমসি পেশাদার লিগে নতুনভাবে আত্মপ্রকাশ করে ২০১২-১৩ মৌসুমে। এবার তারা সবচেয়ে কম পয়েন্ট পেয়ে নিচে নেমে গেছে। অথচ একসময়ে তারা ফুটবলে দাপুটে দল ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে ইপিআইডিসি নামে তাদের অভিষেক হয় ১৯৬৫ সালে। পরবর্তীতে বিজেআইসি সর্বশেষ নাম হয় বিজেএমসি। এই দলটির পাঁচবার লিগ জয়ের কৃতিত্ব রয়েছে। ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এই দলটি তিনবার লিগ জিতেছে। আশি দশকে তারা প্রিমিয়ার থেকে নেমে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে পারেনি। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিচ্ছে। একসময়ে ফুটবলে জনপ্রিয় দল ওয়ান্ডারার্স এখন কোথায় তা জানা নেই। স্বাধীনতার আগে ছয়বার লিগ চ্যাম্পিয়ন হয় তারা। আশি দশকে প্রথম বিভাগ থেকে নেমে যায়। ২০০৬ সালে প্রিমিয়ারে ফিরলেও সে বছরই তারা নেমে যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলের কৃতী ফুটবলার ছিলেন। অথচ সেই ওয়ান্ডারার্স এখন কোথায় তা অনেকের জানা নেই। আজাদ স্পোর্টিং ক্লাবের পঞ্চাশ দশকে দাপট ছিল তুঙ্গে। একবার লিগ চ্যাম্পিয়নও হয়েছে। রেলিগেটেড হওয়ার পর তাদের ফুটবলে অস্তিত্ব নেই। ইপিজি প্রেস, স্বাধীনতার পর যার নাম বিজিপ্রেস। তারাও পঞ্চাশ দশকে চ্যাম্পিয়ন। ১৯৭৬ সালে প্রথম বিভাগ থেকে বিদায়। পূর্ব পাকিস্তান জিমখানা। পাকিস্তান আমলে একবার লিগ চ্যাম্পিয়ন হলেও রেলিগেশনের পর টিমই গঠন করতে পারেনি তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর