সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

মাহমুদুল্লাহ রিয়াদ

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে জিততেই হতো বাংলাদেশকে। এডিলেডের সবুজ ঘাসের উইকেটে হারাতে হতো ইংল্যান্ডকে। সেই অবিশ্বাস্য কাজটি করেছিল টাইগাররা ১৫ রানে জিতে। ওই ম্যাচে ১০৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে রেকর্ড বইয়ের সোনালি পাতায় চিরস্থায়ী হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়া মাহমুদুল্লাহ আসরে আরও একবার তিন অংকের জাদুকরী ইনিংস খেলেছিলেন। সেটা হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪ নম্বরে ব্যাট করে ক্রিস ওয়ক্সের হাতে রান আউট হওয়ার আগে ইনিংসটি খেলতে তিনি বল খরচ করেন ১৩৮টি। যাকে ছক্কা ছিল ২টি এবং বাউন্ডারি ছিল ৭টি। বিশ্বকাপে সেঞ্চুরি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১১ সালে বিশ্বকাপ খেললেও সেঞ্চুরির দেখা পায়নি কোনো টাইগার ক্রিকেটার। অবশ্য এবার ইংল্যান্ড বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান ও একটি মুশফিকুর রহিম।

 

সর্বশেষ খবর