সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

স্টোকসের দ্যুতি ছড়ানো সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

স্টোকসের দ্যুতি ছড়ানো সেঞ্চুরি

এজবাস্টন দেখেছিল স্টিভ স্মিথের বীরত্বমাখা ব্যাটিং। সময়ের প্রতিকূলে কিভাবে ব্যাট করতে হয়, সেটা দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। দল যখন চরম বিপর্যয়ে, তখন হিমালয়সম দৃঢ়তায় ব্যাট করে উভয় ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে দুরন্ত এক জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৪২! এজবাস্টনের ধারাবাহিকতা ধরে রাখেন। খেলেন ৯২ রানের নান্দনিক এক ইনিংস। স্মিথের শৈল্পিক ইনিংসকে পেছনে ফেলে লর্ডস টেস্টের সব আলো নিজের দিকে টেনে নেন বেন স্টোকস। ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করতে লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন হার না মানা ৮৪ রানের ইনিংস। গতকাল অভিজাত অ্যাশেজে লর্ডস টেস্টে চাপের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন স্টোকস। জশ হ্যাজলওড, প্যাট কামিন্স, পিটার সিডল, নাথান লিওনদের সাবলীল ব্যাটিং করে তুলে নেন তিন অংকের এক জাদুকরী ইনিংস। ৫৪ টেস্ট ক্যারিয়ারে এটা তার সপ্তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। স্টোকস অপরাজিত ছিলেন ১১৫ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৫৪ রান তুললে লর্ডস টেস্ট ড্র হয়।

সর্বশেষ খবর