মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কন্ডিশনিং ক্যাম্প শুরু

গতকাল ক্যাম্প শুরু হয় সকাল সাড়ে ৮টায়। সাড়ে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা অনুশীলন হয়

ক্রীড়া প্রতিবেদক

কন্ডিশনিং ক্যাম্প শুরু

শনিবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যখন হেড কোচের নাম ঘোষণা করছিলেন, তখন স্টেডিয়ামের এক কোনায় দাঁড়িয়ে টাইগারদের ফিজিক্যাল ট্রেনার মারিও ভিলাভারায়ন কথা বলছিলেন মাশরাফি বিন মর্তুজার সঙ্গে। টাইগার ওয়ানডে অধিনায়ককে অনুরোধ করছিলেন কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে। যদিও যোগ দেওয়ার বিষয়ে কোনো তাড়া ছিল না মাশরাফির। কারণ, সহসা বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ওয়ানডে ম্যাচ কিংবা সিরিজ নেই। তারপরও ফিটনেস ধরে রাখতে গতকাল যোগ দেন ক্যাম্পে। ডিসেম্বরে যেন পুরোপুরি ফিট হয়ে খেলতে পারেন বিপিএল! টাইগার ওয়ানডে অধিনায়ক যোগ দিলেও ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব ছুটি নিয়ে এখন পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে। তামিম ছুটি নিয়ে বিশ্রামে। গতকাল ক্যাম্প শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে সামনে রেখে।

আফগনিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫-৯ সেপ্টেম্বর। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি তিন জাতির টি-২০ সিরিজ আয়োজন করতে চাইছে। মাশরাফিকে মাঠ থেকে বিদায় দিতে আয়োজন করতে চাইছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক সূচিকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে কন্ডিশনিং ক্যাম্পের। যদিও অবসরের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মাশরাফি ২ মাস সময় চেয়েছেন। তারপরও ফিটনেস রাখতে সবার সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার ওয়ানডে অধিনায়ক। মাশরাফির ফিটনেস নিয়ে ট্রেনার ভিলাভারায়ন বলেন, ‘যেহেতু আগামী কয়েক মাসের মধ্যে কোনো ওয়ানডে নেই। তাই মাশরাফির ফিটনেস নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন নই। এমনকি চিন্তিতও নই। আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। তাকে তার মতো ট্রেনিং করতে দেওয়া উচিত।’

চারদিনের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনেই নেটে বোলিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শোল্ডার ইনজুরির জন্য গত কয়েকমাস বল করতে পারেননি। শুধু মাহমুদুল্লাহ নন, ক্যাম্পে যোগ দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দুজনের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা বলেন ট্রেনার, ‘মাহমুদুল্লাহ এবং সাইফুদ্দিন এখন অনেকটাই সুস্থ। ফিটনেস লেভেলও ভালো। তবে তাদের নিয়ে আরও একটু কাজ করা দরকার আছে।’ গতকাল শুরু হওয়া ক্যাম্প চলবে চারদিন। চারদিনের কন্ডিশনিং ক্যাম্প নিয়ে সন্তুষ্ট নন ভিলাভারায়ন, ‘চারদিন কন্ডিশনিং ক্যাম্পের জন্য যথেষ্ট নয়। নিদেন পক্ষে চার সপ্তাহ কিন্তু দুই সপ্তাহ হলে ভালো হতো।’

ক্যাম্প শুরু হয় সকাল সাড়ে ৮টায়। সাড়ে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা অনুশীলন হয়। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর