মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

১৬ বছর আগে ঢাকায় সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপরের কাহিনী শুধুই ব্যর্থতায় ভরা। সেদিক দিয়ে জুনিয়ররা আলো ছড়াচ্ছে। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আগের আসরেও শিরোপা জিতে বাংলাদেশ। পাঁচবারের মধ্যে দুবারই চ্যাম্পিয়ন। তাই অনূর্ধ্ব-১৫ দলকে সফলই বলতে হবে। ২৩ আগস্ট ভারতের নদীয়ার কল্যাণীতে পুরুষ জুনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে কিশোররা এখন ভারতে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভারত রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। শিরোপা নির্ধারণের জন্য শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ২৩ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ লড়বে নেপালের বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর