বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মাশরাফি সাকিব রংপুরেই!

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি সাকিব রংপুরেই!

রংপুর রাইডার্স দুই বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জয় করে সাড়া ফেলে দিয়েছিল। গত আসরে রাউন্ড রবিন পর্বে শীর্ষে থেকেও ফাইনাল খেলতে পারেনি। তবে টুর্নামেন্টজুড়ে রংপুর রাইডার্স ছিল অন্যতম ফেবারিট। বিপিএলের নতুন আসর শুরু হতে বাকি মাত্র তিন মাস। তবে এরই মধ্যে নতুন করে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছে বিপিএল গভর্নিং বডি। সেই ধারাবাহিকতায় গতকাল রংপুর রাইডার্সের সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএল কর্তৃপক্ষ। আলোচনা  শেষে রংপুর রাইডার্সের সিইও (প্রধান নির্বাহী) ইশতিয়াক সাদেক জানালেন, বিপিএলের পরবর্তী আসরে মাশরাফি-সাকিব দুজনেই রংপুরের হয়ে খেলবেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটস থেকে বেশ ঘটা করেই রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মূলত এরপরই নড়েচড়ে বসে বিপিএল কর্তৃপক্ষ। দেখা দেয় নতুন জটিলতা। বিপিএল গভর্নিং বডি জানিয়ে দেয়, ফ্রাঞ্চাইজিগুলোকে নতুন করে চুক্তি করে নতুন ভাবে দল গঠন করতে হবে।

আলোচনা শেষে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানিয়েছেন এবারের বিপিএলেও অংশ নেবে রংপুর। তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে সাকিব কোনো বড় ইস্যু না। যেহেতু ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল, সে কারণে তারা জানতে চাইলে আমরা কী পরবর্তী চার বছরের জন্য রাজি কিনা। নিঃসন্দেহে বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্স হিসেবে থাকতে চায়। এরপরও ওনারা কিছু নতুন নিয়ম-কানুন পরিবর্তন করবেন। নতুন নিয়মগুলো কিভাবে করতে চায়, কিভাবে করলে ভালো হবে জানতে চাইল। আমরা মোটামুটি সব ব্যাপারেই একমত হয়েছি। আমরা কিছু সাজেশন দিয়েছি, বলেছি লিখিতভাবে জানিয়ে  দেব।’

রংপুর রাইডার্সের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া ছিল। কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সে সম্পর্কে প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের সাজেশন ছিল  যেহেতু একটা টিম দুই বছর ধরে একভাবে খেলে আসছে, পরবর্তী চার বছর খেলার জন্য টিমের একটা কোড দরকার। টিমের কিছু খেলোয়াড় রিটেইন করার ব্যাপার আছে। সে রিটেইনশন  চেয়েছি আমরা। গত বছরের নিয়ম অনুসারে কিছু  ফ্রেশ সাইনিং ছিল। বোর্ড সেটা নিতে চাচ্ছে। আইকন প্লেয়ার বলে কিছু নাকি থাকবে না। একজন  লোকাল ডাইরেক্ট সাইনিং, যেটা আমরা ম্যানডেটরি  চেয়েছি। বোর্ড বলছে, ফরেন ডাইরেক্ট সাইনিং দুজন অথবা তিনজন করবে। আমরা বললাম  যেহেতু বিদেশিদের জন্য করবে, তাহলে কেন  লোকাল ডাইরেক্ট সাইনিং নয়?’

এক্ষেত্রে লোকাল ক্রিকেটার চুক্তি বিষয়ে রংপুর রাইডার্স সাকিবকে চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইশতিয়াক সাদেক বলেছেন, ‘আমরা নাম উল্লেখ করে কিছু বলিনি। তবে রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে চুক্তি করেছে। এ ব্যাপারটা তো থাকবেই।’

রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফিকেও দলে রাখতে চায় রংপুর। সেক্ষেত্রে এবার যদি আইকন ক্রিকেটারের অপশন না থাকে তবে রিটেনশন হিসেবেও মাশরাফিকে দলে রাখতে চায় দলটি। মাশরাফি প্রসঙ্গে ইশতিয়াক সাদেক বলেন, ‘মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আমাদের যে চিন্তা ছিল তাতে রিটেনশনে মাশরাফিও পড়ে যায়। মাশরাফি-সাকিব দুজনেই রংপুরে খেলবে। কিন্তু  বোর্ড এখানে যদি নতুন নিয়ম আবার এনে দেয়,  সেখানে কিছু করার নেই।’

সব ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা শেষেই বিপিএলে নতুন নিয়ম-কানুন তৈরি করবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং বডি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর