বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিষ্যদের চাপমুক্ত রাখবেন জেমি

শিষ্যদের চাপমুক্ত রাখবেন জেমি

শিষ্যদের চাপ দিতে চান না কোচ জেমি ডে। আগামী মাসেই বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলে বাছাইপর্ব মিশন। ই গ্রুপে বাংলাদেশ ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপে রয়েছে ভারত, ওমান ও কাতার। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুটি করে ম্যাচ খেলতে হবে। তবে কোচের চিন্তায় আপাতত আফগানিস্তান। দেশটিতে লিগ অনুষ্ঠিত হয় না। বিভিন্ন দেশে লিগ প্রবাসী ফুটবলারদের নিয়ে জাতীয় দল গড়ে। কেউ কেউ আবার ইউরোপিয়ান ও আফ্রিকান লিগেও অংশ নেন। তাই তাদেরকে হালকা করে দেখার উপায় নেই। জেমি চাচ্ছেন কমপক্ষে ১০ দিন আগে ফুটবলারদের নিয়ে ঢাকা ছাড়তে। কেননা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে তাজিকিস্তানে। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সেখানেই অনুশীলনটা করাতে চাচ্ছেন। তবে কঠিন অনুশীলন নয়। হালকা অনুশীলন করাতে চান। খেলোয়াড়রা প্রায় ১১ মাস লিগ খেলে এমনিতেই ক্লান্ত। তারপরও আবার ঢাকা আবাহনী এএফসি কাপ খেলছে। এমন ক্লান্ত অবস্থায় অনুশীলনে চাপ দিলে মাঠে তার প্রভাব পড়বে। কোচ চাচ্ছেন ম্যাচ টু ম্যাচ বাই ম্যাচে অনুশীলনে পরিবর্তন। তাছাড়া কোচ নাকি কিছু ব্যাপার নিয়ে ক্ষুব্ধ। ইনজুরি আছে অথচ এমনই কেউ সুযোগ পেয়েছেন। আবার ফিট থাকার পরও নাকি কাউকে ডাকা হয়নি। বিষয়টি নিয়ে ম্যানেজমেন্ট কর্মকর্তাদের সঙ্গে তার আলাপও হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর