বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কোহলিদের টেস্ট জয়ের মিশন

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শেষ হলেও বিশ্রাম মেলেনি ক্রিকেটারদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে মাঠে নেমে পড়েছে দলগুলো। আজ ২২ আগস্ট। ৬টি দেশ টেস্ট খেলবে। হেডিংলিতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কা আতিথেয়তা দিচ্ছে সফরকারী নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডসে বিরাট কোহলির ভারত মুখোমুখি হবে এক সময়কার প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচ দিয়েই শুরু হবে দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামার আগে দুই দল খেলেছে তিন ম্যাচ টি-২০ সিরিজ ও ওয়ানডে সিরিজ। টি-২০ সিরিজের ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে কোহলিবাহিনী। ওয়ানডে সিরিজও জিতেছে। তবে বৃষ্টিতে ভেসে যায় প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচে অবশ্য জয় পায় ভারত। টি-২০ ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ^াস নিয়েই নিউজিল্যান্ডসে নামছেন কোহলিরা। এক সময় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে যাওয়ার আগে উপমহাদেশের দেশগুলো বেশ ভালো প্রস্তুতি নিয়ে যেত। ক্যারিবীয়দের হার্ড ও বাউন্সি উইকেটে মানিয়ে নেওয়ার আলাদা প্রস্তুতি নিত। গতি, সুইং ও বাউন্সকে মোকাবিলা করার জন্য সিমেন্টের উইকেটে ভেজা টেনসি বলে অনুশীলন করতো। এখন সেসব শুধুই স্মৃতি। মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, কাটলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশদের মতো ভীতি জাগানিয়া ফাস্ট বোলার নেই। জেশন হোল্ডার, কেমার রোচরা গতিতে বল করলেও ভয়ঙ্কর নন। তাই ভীতও নন ভারতীয় ব্যাটসম্যানরা। উল্টো জশপ্রীত বুমরাহ, ভুবনেশ^র কুমার, মোহাম্মদ শামীরা ভয়ঙ্কর। ভারত গত কয়েক বছর ধরে কোহলির নেতৃত্ব দুর্দান্ত ক্রিকেট খেলছে দেশে ও দেশের বাইরে। তার উপর ভারতীয় অধিনায়ক রয়েছেন দুরন্ত ফর্মে। শেষ দুই ওয়ানডেতে টানা সেঞ্চুরি করে ফর্মে শিখরে থাকারই ইঙ্গিত দিয়েছেন। ফর্মে রয়েছেন শেখর ধাওয়ান, রোহিত শর্মা, কে এল রাহুল, রবীচন্দন অশি^নরা। তাই টি-২০, ওয়ানডের মতো টেস্টেও ফেবারিট ভারত। কিন্তু পরিসংখ্যানে এগিয়ে ক্যারিবীয়রা। ৯৬ টেস্টের লড়াইয়ে ভারতের জয় যেখানে ২০, সেখানে ওয়েস্ট ইন্ডিজের ৩০।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর