শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মুমিনুলের অপেক্ষা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুমিনুল। ২৮ বছর বয়স্ক বাঁ হাতি ব্যাটসম্যান ৬৫ টেস্টে ৪১.৯৩ গড়ে রান করেছেন ২৫৫৮। সেঞ্চুরি ৮ এবং হাফসেঞ্চুরি ১২টি। তিন নম্বর পজিসনে একটু বেশি সফল মুমিনুলের সেঞ্চুরি ৫ ও হাফসেঞ্চুরি ৮টি

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুলের অপেক্ষা

বাংলাদেশ সর্বশেষ টেষ্ট খেলেছে পাঁচ মাস আগে মার্চে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলার পর আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট ও বিশ্বকাপ ক্রিকেট খেলেছে টাইগাররা। প্রায় ছয় মাসের বিরতির পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে ফের টেস্ট খেলতে নামবে টাইগাররা। তবে বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে ভারতের বিপক্ষে। নতুন কোচ রাসেল ডমিঙ্গোর কোচিংয়ে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ। একমাত্র টেস্টকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প চলছে ক্রিকেটারদের। ক্যাম্পে যোগ দিয়েছেন নতুন কোচ ডমিঙ্গো, চার্লস ল্যাঙ্গাভেল্টেসহ কোচিং স্টাফ। ক্যাম্প করছেন মুমিনুল হকরা। দেশের একমাত্র টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মুখিয়ে আছেন। তবে ভারতের মাটিতে খেলতে নামার আগে রশীদ খানের আফগানিস্তানের বিপক্ষে টেস্টটিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুমিনুল। ২৮ বছর বয়স্ক বাঁ হাতি ব্যাটসম্যান ৬৫ টেস্টে ৪১.৯৩ গড়ে রান করেছেন ২৫৫৮। সেঞ্চুরি ৮ এবং হাফসেঞ্চুরি ১২টি। তিন নম্বর পজিসনে একটু বেশি সফল মুমিনুলের সেঞ্চুরি ৫ ও হাফসেঞ্চুরি ৮টি। ৪ নম্বর পজিসনে সেঞ্চুরি ৩ ও হাফসেঞ্চুরি ৪টি। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ব্যাটিং লাইনের অন্যতম ভরসার নাম মুমিনুল। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আফগানদের বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতিমূলক হিসেবে দেখছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি একটা ভালো প্রস্তুতি। আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয় ভালো একটি খেলা হবে। উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। আমি মনে করি প্রস্তুতিটা বেশ ভালো হবে।’

ডমিঙ্গো মাত্র দায়িত্ব নিয়েছেন। তার সঙ্গে ক্রিকেটারদের আলাপ এখনো গভীর হয়নি। নতুন কোচ তার শিষ্যদের বুঝার চেষ্টা করছেন। এই কোচের তত্বাবধানেই টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অপেক্ষায় আছেন দেশের একমাত্র স্পেশালিষ্ট টেস্ট ব্যাটসম্যান, ‘আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। আমাদের দেশে টেস্ট ক্রিকেট ওভাবে ফোকাস হয় না। এসব চিন্তা করলে আমাদের দেশের জন্য খুবই ভালো হয়েছে।’ দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান বলে দীর্ঘ পরিসরের ক্রিকেটে সাফল্য পেতে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, ‘টেস্টে সাফল্য পেতে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। তবে অনুশীলনটা চালিয়ে যেতে হবে সব সময়। সেটা টি-২০ কিংবা ওয়ানডে ক্রিকেট হলেও।’ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পর তিন জাতির টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তার প্রস্তুতিও নিচ্ছে ক্রিকেটাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর