শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল

বাংলাদেশ-ভুটান মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে হারানো গৌরব কি ফিরে আসছে? জাতীয় দলের জয়ে ফেরা আর এএফসি কাপে জোনাল ফাইনাল খেলার অপেক্ষা রয়েছে ঢাকা আবাহনী। ফুটবলে যখন চাঙাভাব তখুনি বাংলাদেশের কিশোররা আজ অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে নামছে। ভারতের কল্যাণীতে চ্যাম্পিয়ন বাংলাদেশের আজ প্রথম খেলা। বেলা সাড়ে ১২টায় কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বুধবার নিজদের প্রথম ম্যাচে ভুটান ২-৩ গোলে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। ২৫ শ্রীলঙ্কা, ২৭ নেপাল ও ২৯ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। যারা প্রথম ম্যাচে নেপালকে ৫-০ গোলে বিধ্বস্ত করে।

রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান ও মালদ্বীপ এবার অংশ নিচ্ছে না। পাঁচবারের মধ্যে বাংলাদেশ ও ভারত ২, পাকিস্তান ১ বার করে শিরোপা জিতেছে। ২০১৫ ও ২০১৮ শেষ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যেই বাংলাদেশ ভারত গেছে। দলের নির্ভরযোগ্য ফুটবলার বলেন, ‘সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে শুরুটা ভালো হলে পরবর্তীতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব। অনুশীলনের ঘাটতি নেই, এখন মাঠেই সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে হবে।

 

সর্বশেষ খবর