শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অ্যাশেজ সিরিজ

আর্চারের ৬ উইকেট অস্ট্রেলিয়া অলআউট

ক্রীড়া প্রতিবেদক

আর্চারের ৬ উইকেট অস্ট্রেলিয়া অলআউট

এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। লর্ডসেও খেলেন প্রত্যয়ী এক ইনিংস। এজবাস্টনে ১৪৪ ও ১৪২ রানের ইনিংসের পর লর্ডসে করেন ৯২। টানা তিন ইনিংসে দুরন্ত ব্যাটিং করলেও ইনজুরির জন্য খেলতে পারছেন না হেডিংলি টেস্টে। বিশ্বসেরা ব্যাটসম্যানকে রেখেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। স্মিথ ছাড়া ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া কতটা যে দুর্বল তা প্রথম দিনেই টের পাওয়া গেল।  জোফরা আর্চারের ম্যাজিক বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম দিনেই ১৭৯ রানে অলআউট হয়ে যায়। আর্চার ৪৫ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেন। অস্ট্রেলিয়ার পক্ষে লুবাস চাঞ্জ সর্বোচ্চ ৭৪ ও ওয়ার্নার ৬১ রান করেন। ১২ রানেই তাদের প্রথম উইকেটের পতন ঘটে। ৮৫ রানে যায় দ্বিতীয় উইকেট। এরপর ওয়ার্নার ও লুবাস ১১৩ রানে জুটি গড়লেও লাভ হয়নি। আর্চার ঝড়ে অসি ব্যাটসম্যানরা দিশাহারা হয়ে পড়েন।

সর্বশেষ খবর