শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কলম্বো টেস্টে বৃষ্টি বাধা

ক্রীড়া ডেস্ক

অধিনায়ক দিমুথ করুণারতেœ অসাধারণ সেঞ্চুরিতে গল টেস্টে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। গতকাল কলম্বোয় খেলতে নামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু প্রথম দিনটি বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়। বৃষ্টিতে প্রথম সেসন হতে পারেনি। পরের দুই সেসনে খেলা হয়েছে মাত্র ৩৬.৩ ওভার। তাকে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৮৫। গলের নায়ক করুণারতেœ ব্যাট করছেন ৪৯ রানে। বৃষ্টিতে ভেসে যায় প্রথম সেসন। স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। দলীয় ২৯ রানে লাহিরু থিরিমান্নেকে হারায় দ্বীপরাষ্ট্র। দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করে করুণারতেœ ও কুশল মেন্ডিস। কুশল ব্যক্তিগত ৩২ রানে সাজঘরে ফিরেন ডি গ্রান্ডহোমের বলে। তবে ১০০ বলে ৬ চারে সাজানো ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন করুণারতেœ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ৮৫/২, ৩৬.৩ ওভার (দিমুথ করুণারতেœ ৪৯*, লাহিরু থিরিমান্নে ২, কুশল মেন্ডিস ৩২, অ্যাঞ্জেলি ম্যাথিউস ০*। ডি গ্র্যান্ডহোম ১/১৪, সামারভিল ১/২০)।

সর্বশেষ খবর