শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকম্যান

বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকম্যান

অলোক কাপালি

বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম হ্যাটট্রিক করেন অলোক কাপালি। ২০০৩ সালের ২৯ আগস্ট টেস্টে পাকিস্তানের পেশওয়ারের আরবাব নেওয়াজ স্টেডিয়ামে এই কীর্তি গড়েন কাপালি। টানা তিন বলে পাকিস্তানের তিন ব্যাটসম্যান সাব্বির আহমেদ, দানিশ কানেরিয়ার এবং উমর গুলকে আউট করেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি বাংলাদেশের কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক। কাপালির হ্যাটট্রিকটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩২তম। এ ছাড়া বাংলাদেশের আরেক বোলার সোহাগ গাজীও হ্যাটট্রিক করেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন শাহাদত হোসেন রাজীব (২০০৬), আবদুর রাজ্জাক রাজ (২০১০), রুবেল হোসেন (২০১৩), তাইজুল ইসলাম (২০১৪) এবং তাসকিন আহমেদ (২০১৭)।

সর্বশেষ খবর