শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অ্যা শে জ সি রি জ

অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৬৭ রানে ইংল্যান্ড অলআউট

ক্রীড়া ডেস্ক

এজব্যাস্টন টেস্ট খেলেননি জশ হ্যাজলউড। লর্ডসে ফিরেই নিজের যোগ্যতার প্রমাণ দেন ডান হাতি ফাস্ট বোলার। লিডসে গতকাল বিধ্বংসী রূপে ফিরেছেন এবং ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৬৭ রানে গুঁড়িয়ে দিয়েছেন। আশ্চর্য হলেও সত্যি, ইংলিশ ইনিংসে একমাত্র ডিন হেডলি দুই অঙ্কের রান করেন। এর আগে প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ১১২ রানে এগিয়ে থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ১৮৮২ সালে অ্যাশেজ শুরুর পর ইংল্যান্ড বহুবার এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে। ১৮৮৭ সালে সিডনিতে ৪৫ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। লিডসের হেডিংলিতে ইংল্যান্ডের আগের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ৮৭ রানের। ১৯০৯ সালে ৩৭.৫ ওভারে অলআউট হয়েছিল ইংলিশরা। গতকাল হেডিংলিতে স্বাগতিকদের গুঁড়িয়ে দিতে হ্যাজলউড বোলিং করেছেন ১২.৫ ওভার। ৩০ রানের খরচে উইকেট নিয়েছেন ৫ উইকেট।

৪৬ টেস্ট ক্যারিয়ারে এটা ষষ্ঠবারের ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন হ্যাজলউড। এ ছাড়া প্যাট কামিন্স ৩ উইকেট এবং জেমস প্যাটিনসন নিয়েছেন ২ উইকেট।    

সর্বশেষ খবর