শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খেলাধুলা নেই বরিশালে!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খেলাধুলা নেই বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। আছে শুধু রাজনীতি। রাজনীতির খেলায় হারিয়ে গেছে মাঠের খেলা। আগে এখানে প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল ও ক্রিকেট এবং প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলা হতো নিয়মিত। তৃতীয় বিভাগ ক্রিকেট অংশগ্রহণ করত অর্ধশতাধিক দল। কিন্তু এখন সেসব অতীত। খেলা বাদ দিয়ে স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নিয়ে ব্যস্ত এখানকার রাজনৈতিক মহল। পছন্দের ব্যক্তিদের দায়িত্বে বসাতে ৩ দশকের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায়।  বরিশালের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা জানান, আগে বরিশাল স্টেডিয়ামে নিয়মিত ১ম ও ২য় বিভাগ ফুটবল-ক্রিকেট লিগ হতো। প্রিমিয়ার লিগ ক্রিকেটে অর্ধ শতাধিক দল হতো। এ ছাড়া হ্যান্ডবল, ভলিবল লিগসহ নানা খেলাধুলার আয়োজনে স্টেডিয়াম থাকত সরগরম। কিন্তু এখন খেলা বলতে কিছুই নেই। ২০১৩-১৪ মৌসুমের পর থেকে বরিশালে ফুটবল লিগ হয় না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলা নেই ৫ বছর ধরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর