শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুশ্চিন্তায় ময়মনসিংহের আয়োজকরা!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৮টি দল নিয়ে এ লিগ ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। স্পন্সর না থাকায় দুশ্চিন্তায় আয়োজকরা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, মোট ১৫টি ম্যাচ হবে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে। প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে। কিন্তু এই সংস্থাটির কোষাগারে নেই কোনো অর্থ।’ তবে সব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে লিগ শুরু করার বিষয়ে বদ্ধপরিকর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. এম দেলোয়ার হোসেন মুকুল। তিনি জানান, ‘অর্থাভাবে খেলা বন্ধ হোক এটা আমি চাই না। যে কোনো মূল্যেই লিগ শুরু হবে।’ তিনি আরও জানান, ‘প্রথম রাউন্ডে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে দুই গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চারটি দল সেমিফাইনালে অংশ নেবে। এরপরই সেরা দুই দল ফাইনাল খেলবে।’

সর্বশেষ খবর