রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দেশে ফিরেই অনুশীলনে

রাত ৩টায় ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। এরপর সকালে ক্যাম্পে যোগ দেন। গতকাল অনুশীলনের শুরুতে নতুন কোচ ডমিঙ্গোর সঙ্গে বৈঠক করেন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরেই অনুশীলনে

ড্যানিয়েল ভেট্টরি এলেই পূর্ণতা পাবে কোচিং স্টাফ। ইতিমধ্যে সাকিব, মুশফিক, মুস্তাফিজদের দায়িত্ব নিয়েছেন রাসেল ডমিঙ্গো। কোর্টনি ওয়ালশের পরিবর্তে মুস্তাফিজদের সুইং ও লাইন-লেন্থ শেখাতে চলে এসেছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। চলে এসেছেন ফিল্ডিং কোচ রায়ান কুকও। ডমিঙ্গো, ল্যাঙ্গেভেল্ট ও কুক-সবাই দক্ষিণ আফ্রিকান। ভেট্টরির দেশ নিউজিল্যান্ড। কুক ছাড়া বাকি তিনজনই প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন টাইগার ক্রিকেটারদের। ভেট্টরি ছাড়া ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হয়েছেন কোচিং স্টাফের অন্য সবাই। গতকাল অনুশীলন শেষে ডমিঙ্গো বৈঠক করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিবের সঙ্গে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের অফিসে সাকিব ও ডমিঙ্গোর বৈঠকে উপস্থিত ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। এক ঘণ্টার বৈঠকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড কেমন হবে, রশিদ খান, মোহাম্মদ নবীদের স্পিনের কথা মাথায় রেখে উইকেটের আচরণ কেমন হওয়া উচিত- এসব নিয়ে কথা বলেছেন ডমিঙ্গো ও সাকিব। অবশ্য নতুন কোচ তার পরিকল্পনার কথাও জানিয়েছেন অধিনায়ককে।

বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন বিশ্বসেরা অলরাউন্ডার। দুই সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরিতে রান করেন ৬০৬। টানা খেলার ধকল সামলাতে বিশ্বকাপ শেষেই বিশ্রামে যান সাকিব। সে জন্য খেলেননি ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ছুটিতে পবিত্র হজ পালন করেছেন। এরপর দেশে ফিরে পরিবারকে সময় দিতে উড়ে যান মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরশু মধ্যরাত ৩টায় ঢাকায় ফেরেন। গতকাল সকালে যোগ দেন ১৯ আগস্ট শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে। গতকাল ক্যাম্পে ২৪ ক্রিকেটারের সঙ্গে রানিং করার পর সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন। এরপর দুপুরে ক্রিকেট অপারেশন্স অফিসে বৈঠকে বসেন কোচের সঙ্গে। কোচ ও অধিনায়কের হঠাৎ বৈঠক নিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম বলেন, ‘রাত ৩টায় ঢাকায় আসে সাকিব। এরপর সকালে ক্যাম্পে যোগ দেয়। বিশ্বকাপের পর আমাদের কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ শুরু হবে। সিরিজ নিয়ে আমরা আলাপ করলাম। আফগানিস্তানের বিপক্ষে আমাদের কৌশল কেমন হবে, দলের শক্তি কেমন হওয়া উচিত, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সাকিব এবং কোচ দুজনেই দুজনের মতামত দিয়েছেন।’ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫-৯ সেপ্টেম্বর একমাত্র টেস্ট ম্যাচটি হবে। প্রতিপক্ষ আফগানিস্তানের রশিদ খানের মতো বিশ্বসেরা লেগ স্পিনার থাকায় কী ধরনের উইকেট বানাবে, সে বিষয়েও কথা বলেছেন কোচ ও অধিনায়ক। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে চলতি মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর তিন জাতির টুর্নামেন্ট, বিশ্বকাপ ও ওয়ানডে সিরিজ। পাঁচ মাসের বিরতির পর আবার সাদা পোশাকের লড়াইয়ে নামছে। তবে বাংলাদেশের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে ভারত সিরিজ দিয়ে। এরপর আয়ারল্যান্ড আসবে। স্টিভ রোডসের পরিবর্তে বিসিবি টাইগারদের দায়িত্ব দুই বছরের জন্য তুলে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ডমিঙ্গোর হাতে। আগামী দুই বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, তার একটি পরিকল্পনা করেছেন প্রোটিয়া ভদ্রলোক। তার পরিকল্পনার কথা গতকাল জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ককে। এ বিষয়ে আকরাম বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আলোচনা হয়েছে ঠিকই। কিন্তু বৈঠকের মূল আলোচনা ছিল, কীভাবে দেশে ও দেশের বাইরে সাফল্য পাওয়া যায়। আগে আমরা শুধু দেশের কথা চিন্তা করতাম। এখন দেশের বাইরে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। সেখানে নির্বাচকদের ভূমিকা কী, অধিনায়কের চাওয়া-পাওয়া কী- এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা।’

আফগানিস্তানের স্পিনত্রয় রশিদ-নবী-মুজিবের ঘূর্ণি উইকেট যে কোনো দলকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও নিজেদের অভিষেক ম্যাচে ভারতের কাছে ইনিংস ২৬২ রানে হেরেছে। তবে দ্বিতীয় ম্যাচেই রশিদের ঘূর্ণিতে ৭ উইকেটে হারিয়েছে আরেক নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলবে। অনভিজ্ঞ হলেও প্রতিপক্ষ দল নিয়ে চিন্তিত। বিশেষ করে দলটির স্পিনারদের নিয়ে আলাদাভাবে ভাবছে টিম ম্যানেজমেন্ট। এ অবস্থা থেকে বাঁচতে ট্রু উইকেটে খেলার কথা ভাবছেন আকরাম, ‘ট্রু উইকেটে খেলার পরিকল্পনা আছে আমাদের। উইকেটে যেন ঘাস থাকে। পেসাররা যেন একটু সুবিধা পান। তেমন উইকেট বানানোর চিন্তা রয়েছে আমাদের।’ বিষয়গুলো নিয়ে কোচ রাসেল ডমিঙ্গো বিশেষভাবে ভাবছেন বলে জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর