রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঘরের মাঠে যুবাদের সিরিজ হার

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে যুবাদের সিরিজ হার

সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে সিরিজ হাত ছাড়া করল বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে গতকাল আবারও হেরে যায় টাইগাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করতে নেমে সাইফ হাসানের সেঞ্চুরি ও আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছিল স্বাগতিকরা। বৃষ্টিবিঘিœত ম্যাচে শ্রীলঙ্কার লক্ষ্য হয়ে যায়, ২৮ ওভারে ১৯৯ রান। কিন্তু সফরকারী ২৪ বল হাতে রেখেই নিশাঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে জয় তুলে নেয়। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় লঙ্কানরা। বাংলাদেশের হয়ে ১৩০ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান। ৭০ বলে ৬৮ করেছিলেন আফিফ। ৩৯ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে নিশাঙ্কা মাত্র ৭৮ বলে খেলেছেন ১১৫ রানের ইনিংস। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান ভানুকা মাত্র ৩২ বলে করেছেন ৫৫ রান।

সর্বশেষ খবর