রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সেই গোলই আবাহনীর অনুপ্রেরণা

ক্রীড়া প্রতিবেদক

সেই গোলই আবাহনীর অনুপ্রেরণা

ঢাকা জয় করে ঢাকা আবাহনী গেছে উত্তর কোরিয়ায়। ২৮ আগস্ট এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে এএফসি ইন্টারজোনাল সেমিফাইনালের অ্যাওয়ে মুখোমুখি হবে আবাহনী। ড্র করলেই নতুন ইতিহাস গড়বে ঘরোয়া ফুটবলে সবচেয়ে সফল দলটি। তারাই হবে বাংলাদেশের প্রথম দল যারা ফাইনাল খেলবে। এর আগে ঢাকা মোহামেডান এশিয়ান ক্লাব কাপে চূড়ান্তপর্বে খেললেও এএফসি স্বীকৃত কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলেনি। ২১ আগস্ট প্রথম ম্যাচে আবাহনী ৪-৩ গোলে হারায় টোয়েন্টি ফাইভকে। এখন ফাইনালে যেতে হলে হয় আবাহনীকে জিততে হবে। না হয় ড্র। কেননা ঢাকায় ৩ গোল দেওয়ার সুবাদে অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো ব্যবধানে জিতলে এপ্রিল টোয়েন্টি ফাইভই ফাইনালে চলে যাবে। উত্তর কোরিয়ার মাটিতে প্রতিপক্ষকে রুখে দেওয়াটা চাট্টিখানি কথা নয়। কিন্তু পুরো শক্তি নিয়েই আবাহনী উড়ে গেছে। তা ছাড়া ঢাকায় সোহেল রানার এএফসির সেরা গোলটি দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ খবর