শিরোনাম
রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
টেন পিন বোলিং

বিশ্বকাপে ডাক পেলেন মোশারফ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে ডাক পেলেন মোশারফ

খুব বেশি ক্রীড়া ইভেন্টে বাংলাদেশ বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কয়েকটায় অংশগ্রহণ করলেও দুয়েকটা খেলায়ই কেবল সুনাম অর্জন করেছে বাংলাদেশ। এবার টেন পিন বোলিংয়ের বিশ্ব আসরেও বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে।

মোশারফ হোসেন ডাক পেয়েছেন কিউবিকা এএমএফ বিশ্বকাপ বোলিংয়ে। টেন পিন বোলিংয়ে একাই লড়ে যাচ্ছেন মোশারফ হোসেন। একে একে ছয়টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার পর এবার বিশ্বকাপের ডাক পেলেন তিনি। ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন, মালয়েশিয়ায় এশিয়া প্যাসিফিক মাস্টার্স গেমস, পেনাংয়ে পেনাং পেস্তা ইন্টারন্যাশনাল এবং চলতি বছরে কাতারের আমির কাপ, থাইল্যান্ডের এমডব্লিউএ সিংহ থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এবং সিঙ্গাপুরে ওপেন বোলিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন মোশারফ হোসেন। কিউবিকা এএমএফ বোলিং বিশ্বকাপের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যান মেরি এক চিঠিতে জানিয়েছেন, মোশারফ এ বিশ্বকাপে অংশ নিতে পারবেন।

সর্বশেষ খবর