রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা। প্রথম ম্যাচ জিতেই কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছিলেন, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো করে জয় করতে চান। ভারতের কল্যাণী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই ফাইনালের পথ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পরের ম্যাচে নেপালের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে ফাইনাল। ভারত প্রথম ম্যাচ জিতে +৫ গোল ব্যবধান নিয়ে শীর্ষে আছে। ৩ পয়েন্ট ও +৩ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ আছে দুইয়ে। আজ ভারত মুখোমুখি হবে ভুটানের। আরও একবার বাংলাদেশ-ভারত ফাইনাল হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। এর আগে ২০১৫ সালে ভারতকে হারিয়েই এ টুর্নামেন্ট জিতেছিল বাংলাদেশ।

সর্বশেষ খবর