সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

স্বপ্ন পূরণ জয়া ও সালমার

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন পূরণ জয়া ও সালমার

ফুটবল বিশ্বে পরিচিত মুখ পিয়েলুইজি কলিনা, হাওয়ার্ড ওয়েভার, স্টেফানি ফ্রেপার্ড। রেফারি হয়েও তারকা খ্যতিতে উজ্জ¦ল। বাংলাদেশের ফুটবলেও পরিচিত মুখ জেড আলম, দলিল খান, মনির হোসেনরা। সবাই ফিফা ব্যাজধারী রেফারি। তাদের দেখানো পথে হাঁটা শুরু করেছেন সালমা আক্তার ও জয়া চাকমা। পরীক্ষায় পাস করে বাংলাদেশের এই তরুণীদ্বয় এখন ফিফা রেফারি। ফিফা রেফারির তালিকায় নাম লিখে স্বপ্ন পূরণ হয়েছে দুই তরুণীর। ২০২০ সাল থেকে পরিচালনা করতে পারবেন দেশে ও বিদেশে আন্তর্জাতিক ম্যাচ। রাঙামাটির মেয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার জয়া। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফুটবল ছেড়ে প্রথম মাঠে বাঁশি বাজান ২০১০ সালে। নেত্রকোনার মেয়ে, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সালমার শুরু ২০১৩ সালে। জয়া ২০১০ সালে ফিফার রেফারিং ‘ক্লাস থ্রি কোর্স’ এবং ২০১৩ সালে করেন ‘ক্লাস টু কোর্স’। ২০১৬ সালে হন জাতীয় রেফারি। সালমার রেফারিং ক্যারিয়ার শুরু ২০১৩। ২০১৬ সালে জাতীয় রেফারি হন। ২০১৮ সালে পরীক্ষা দিয়ে পাস করেননি। এবার পাস করেছেন জয়ার সঙ্গে। ফিফা রেফারি হওয়ার আনন্দে দারুণ উচ্ছ্বসিত সালমা, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। জীবনের একটি বড় ধাপ পূরণ হয়েছে বলে দারুণ আনন্দিত।’ আনন্দিত জয়াও, ‘অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে আমার। ফিফা রেফারি হয়ে আমি আনন্দিত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর