বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কষ্টে জিতলেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক

কষ্টে জিতলেন ফেদেরার

বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শুরুতেই বড় বিপদে পড়েছিলেন রজার ফেদেরার। প্রথম রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন ভারতের সুমিত নাগালের। ২২ বছর বয়সী হরিয়ানার এই তরুণ শুরুতেই চমকে দেন সুইস কিংবদন্তিকে। প্রথম সেটে নাগাল ৬-৪ গেমে জিতে যান। ফেদেরার ভক্তরা শঙ্কিত হয়ে ওঠেন। তবে এরপর আর কোনো বিপদ হয়নি। নাগালকে পরের তিন সেটে ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন রজার ফেদেরার। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জকোভিচও। তিনি স্পেনের রবার্তোকে সরাসরি সেটে হারিয়ে দেন। এ ছাড়া পুরুষ এককে প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন জাপানের কেই নিশিকুরি, সুইজারল্যান্ডের স্ট্যান ওয়াওরিঙ্কা, রাশিয়ার ড্যানিল মেদভেদেভ, গ্রিগর দিমিত্রভ ও ডেভিড গফিনরা। মেয়েদের এককে প্রথম রাউন্ড খেলেই বিদায় নিলেন মারিয়া শারাপোভা। সেরেনা উইলিয়ামসের কাছে তিনি ৬-১, ৬-১ গেমে পরাজিত হয়েছেন। শুরুটা দারুণ হলো মার্কিন তারকা সেরেনার। মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ভেনাস উইলিয়ামসও। তিনি চীনের ঝেঙ সাইসাইকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন। এ ছাড়া মেয়েদের এককে প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি, ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনোভিচ, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভা, যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইস ও গ্রেট ব্রিটেনের ইয়োহানা কন্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর