বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

টেনিসে মেয়েদের এককে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী

টেনিসে মেয়েদের এককে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী

মার্গারেট

অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট টেনিসের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ইতিহাসে মেয়েদের এককে সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন। ১৯৬০ সালে প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন তিনি অস্ট্রেলিয়ান ওপেনে। ১৯৭৩ সালের মধ্যেই জয় করেন ২৪টি গ্র্যান্ডস্লাম ট্রফি। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ১১ বার, ফ্রেঞ্চ ওপেন ৫ বার, উইম্বলডন ৩ বার এবং ইউএস ওপেন ৫ বার জয় করেন। মার্গারেট কোর্টের খুব কাছাকাছি পৌঁছে গেছেন সেরেনা উইলিয়ামস। তিনি ২৩টি গ্র্যান্ডস্লাম ট্রফি জিতেছেন মেয়েদের এককে। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে ৭টি, ফ্রেঞ্চ ওপেনে ৩টি, উইম্বলডনে ৭টি ও ইউএস ওপেনে ৬টি ট্রফি জিতেন সেরেনা। অবশ্য টেনিসের ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা উইলিয়ামসই। আর মাত্র একটা গ্র্যান্ডস্লাম জিতলে তিনি মার্গারেট কোর্টকেও স্পর্শ করবেন।

 

সর্বশেষ খবর