বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল

কিশোরদের কঠিন লড়াই

ক্রীড়া প্রতিবেদক

এক সময় মনে হচ্ছিল ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার। কিন্তু তৃতীয় ম্যাচে নেপালের কাছে ১-৪ গোলে হারায় সবকিছু এলেমেলো হয়ে গেছে। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশকে ফাইনাল খেলতে হলে আজ ভারতকে হারালেই চলবে না জিততে হবে বড় ব্যবধানে। যা কঠিনই বলা যায়। ভারত টানা তিন ম্যাচ খেলে ফাইনাল নিশ্চিত করেছে। আজ ভুটানকে হারাতে পারলে নেপালের ফাইনাল নিশ্চিত হবে। যদি ড্র করে তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে। বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভুটান ও শ্রীলঙ্কাকে পরাজিত করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর