রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আজ চট্টগ্রাম যাচ্ছে টাইগাররা

ফিজকে মিস করবেন ল্যাঙ্গেভেল্ট

ক্রীড়া প্রতিবেদক

ফিজকে মিস করবেন ল্যাঙ্গেভেল্ট

বিশ্বের সর্বকালের সেরা পেস বোলারদের একজন কোর্টনি ওয়ালশ। সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার দুই বছর বোলিং কোচ ছিলেন মাশরাফি, মুস্তাফিজ, তাসকিনদের। বিশ্বকাপ ক্রিকেট শেষে তার চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চার্লস ল্যাঙ্গাভেল্টেকে। তারকাখ্যাতি কিংবা পরিসংখ্যানের বিচারে ওয়ালশের চেয়ে ল্যাঙ্গাভেল্টে পিছিয়ে যোজন যোজন। তারপরও সাবেক প্রোটিয়াস ফাস্ট বোলারের উপর দুই বছরের জন্য আস্থা রেখেছে বিসিবি। মেয়াদকালীন তিনি পেসারদের লাইন ও লেন্থের পাশাপাশি সুইং এবং গতি নিয়ে কাজ করার পরিকল্পনা এঁকেছেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে গত দুই সপ্তাহ কাজ করেছেন মুস্তাফিজ, তাসকিনসহ এক ঝাঁক পেসার নিয়ে। পেসারদের কাজে সন্তুষ্ট ৬ টেস্টে ১৬ উইকেট, ৭৩ ওয়ানডেতে ১০১ উইকেট এবং ৯ টি-২০ ম্যাচে ১৭ উইকেট নেওয়া ল্যাঙ্গাভেল্টে। দায়িত্ব নেওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ। ভবিষ্যতের কথা ভেবে নবাগত আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে হলেও মুস্তাফিজকে গোটা দল মিস করবে বলতে দ্বিধা করেননি বোলিং কোচ।

জহুর আহমেদ বরাবরই স্পিনারদের দাপট লক্ষ্যণীয়। সেখানে কাটার মাস্টারের সাফল্য পাওয়ার সম্ভাবনা শতভাগ হলেও তিন জাতির টি-২০ টুর্নামেন্ট, ভারত সফর ও টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। কোচ রাসেল ডমিঙ্গোর ইচ্ছাতেই এমনটি করেছেন নির্বাচক প্যানেল। মুস্তাাফিজকে বিশ্রাম দেওয়ার আরও একটি কারণ, পায়ের হালকা ইনজ্যুরি। কাটার মাস্টারকে বিশ্রাম দিলেও দল তাকে মিস করবে বলেন বোলিং কোচ, ‘এই মুহূর্তে মুস্তাফিজের পায়ে সামান্য ইনজুরি রয়েছে। আগামীতে সাদা বলে আমাদের অনেক খেলা রয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে খুবই ভালো বোলার। তাকে অবশ্যই মিস করবো আমরা। তাকে যদি মিস না করেন, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা রয়েছে।’ বিশ্বকাপে অসাধারণ বোলিং করেছেন। ২০ উইকেট নিয়ে নজরকাড়া পারফরম্যান্স ছিল তার। ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে ৫টি করে উইকেট নেন তিনি। এখানকার কন্ডিশনে সাদা কিংবা লাল বলে কাটার মাস্টারকে অসাধারণ বলেছেন বোলিং কোচ, ‘এই কন্ডিশনে সাদা কিংবা লাল বলে সে দারুণ একজন বোলার। শুধু ওয়ানডে নয়, টেস্ট ক্রিকেটেও সে বেশ ধারাবাহিক।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে আজ চট্টগ্রাম যাচ্ছে দল। লাল বলে মানিয়ে নিতে গত দুদিন প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্রিকেটাররা। রশিদ খানদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে টাইগারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বললেন ল্যাঙ্গাভেল্টে, ‘দুদিনের ম্যাচ পর্যন্ত প্রস্তুতিতে সন্তুষ্ট। যদিও প্রথম দিন একটু চিন্তিত ছিলাম। আমার মনে হয়েছে, যেভাবে কাজ করতে চেয়েছিলাম, সেভাবে তারা কাজ করতে পারেনি। কিন্তু এখন তারা সেটা বুঝতে পেরেছে।’ ক্রিকেটাররাও দ্রুত তার সঙ্গ মানিয়ে নিতে পারছেন বলেন বোলিং কোচ, ‘আমি খুব আনন্দিত তারা দ্রুত শিখছে। আমার কাছে মূল বিষয় হচ্ছে, টানা ১২টি বল ভালো করা।’

ওয়ানডে ক্রিকেটে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ। টেস্টেও ভালো করতে মরিয়া। টেস্টে সাফল্য পাওয়ার তরিকাও দিয়েছেন বোলিং কোচ, ‘টেস্টে সাফল্য পেতে ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে হবে। ফিল্যান্ডার দ্রুতগতির বোলার নয়। কিন্তু সে লাইন-লেন্থ বজায় রাখেন বলেই তাকে বিশ্বের যে কোনো বোলারের চেয়ে বেশি খেলতে হয়।’

বাংলাদেশের কোচিং স্টাফের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকার। হেড কোচ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন আরও একজন, ট্রেনার জুলিয়ান। নতুন কোচিং স্টাফের প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে টেস্ট।

সর্বশেষ খবর