রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জিমির তিনে তিন

জিমির তিনে তিন

চারটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের (অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন) মধ্যে ইউএস ওপেন একেবারেই আলাদা। তিন ধরনের সারফেসে খেলা হয়েছে এ টুর্নামেন্ট। ১৯৭৪ সাল পর্যন্ত এ টুর্নামেন্ট খেলা হয়েছে গ্রাস কোর্টে। এরপর ’৭৫ থেকে ক্লে কোর্টে এবং ’৭৮ থেকে হার্ড কোর্টে খেলা হয় টুর্নামেন্টটি। মজার ব্যাপার হলো, একমাত্র জিমি কনোরই তিন ধরনের সারফেসে ইউএস ওপেন জিতেছেন। তিনি ’৭৪ সালে গ্রাস কোর্টে, ’৭৬ সালে ক্লে কোর্টে ও ’৭৮ সালে হার্ড কোর্টে ইউএস ওপেন জয় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর