রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শুরুটা ক্যাসিনো কোর্টে

শুরুটা ক্যাসিনো কোর্টে

উইম্বলডনে দ্য চ্যাম্পিয়নশিপ শুরু হয় ১৮৭৭ সালে। এর ঠিক চার বছর পর আমেরিকানরাও টেনিস টুর্নামেন্ট আয়োজনের কথা চিন্তা করে। সে সময় রোড আইল্যান্ডের নিউ পোর্ট ক্যাসিনো কোর্ট ছিল টেনিসে বেশ নামকরা। সেখানে তখন গ্যালারি বলতে কিছু না থাকলেও বেশ দর্শকসমাগম হতো। ইউএস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নামে শুরু হয় টুর্নামেন্টটি। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় বিখ্যাত এই ক্যাসিনো কোর্টটাকেই। অবশ্য ১৯১৫ সালে নিউইয়র্কের ফরেস্ট হিলে আয়োজন করা হয় ইউএস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আর বর্তমানে তো ফ্লাশিং মিডোজের আর্থার অ্যাশ স্টেডিয়ামে হয় ইউএস ওপেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর