রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিরিনের নৌবাহিনী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

শিরিনের নৌবাহিনী চ্যাম্পিয়ন

গতবার রেকর্ড গড়েই দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছিল নৌবাহিনী। এবারেও তারা নিজেদের শিরোপা অক্ষুণ্ণ রাখল। ১৫তম জাতীয় সামার অ্যাথলেটিকসে ১৯টি স্বর্ণ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২ দিনে হয়েছে ৪টি নতুন জাতীয়  রেকর্ড। ২ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪টি নতুন জাতীয় রেকর্ডের ৩টিই বাংলাদেশ নৌবাহিনীর। মেয়েদের ২০০ মিটারে শিরিন আক্তার (২৪.৯৭ সেকেন্ড)।, ছেলেদের হাইজাম্পে মাহফুজুর রহমান (২.১৫মিটার) এবং মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে (৪৮:২৯.০০ সেকেন্ড) নতুন জাতীয় রেকর্ড গড়ে নৌবাহিনী। এছাড়াও বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি হাইজাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েন (১.৬৮ মিটার)। এবার দলগতভাবে ১৯টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জসহ মোট ৪৬টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ১৪টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জসহ মোট ৪১টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ০১টি স্বর্ণ, ২টি  রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছেন বিজেএমসি। চ্যাম্পিয়ন দল বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে শিরিন আক্তার একাই চারটি স্বর্ণপদক জয় করেন। তিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলে ও ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয় করেন। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটদের বেশ বড় একটা মেলা বসেছিল। গতকাল সন্ধ্যায়  শেষ হলো এ মিলনমেলা।

সর্বশেষ খবর