রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেখ কামাল স্নুকার চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ। ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের যৌথ উদ্যোগে শেখ কামাল স্মরণে এ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। আজ বিকালে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল কামাল আব্দুল মোমেন। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের ৪ জন খেলোয়াড় অংশ নিবেন। এছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে দুজন করে খেলোয়াড় চ্যাম্পিয়নশিপে অংশ নিবে। প্রতিযোগিতায় রেফারি হিসেবে বাংলাদেশের সৈয়দ মাহবুবের পাশাপাশি দায়িত্ব পালন করবেন ভারতের তিন জন, পাকিস্তান ও শ্রীলঙ্কার এক জন করে। বিদেশি রেফারি থাকায় টুর্নামেন্টটি আন্তর্জাতিক মর্যাদা পাবে বলে আশা করছেন আয়োজকরা। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা আন্তর্জাতিক না হলেও এশিয়ান মানের বলে দাবি করেছেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিবেন আবদুল্লাহ আল মুন্তাসির। তিনি বর্তমান জাতীয় চ্যাম্পিয়নশিপের রানার্সআপ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব এবারের প্রতিযোগিতায় ভালো করতে। অনুশীলন করেছি। এবার দেখা যাক।’ সৈয়দ মাহবুবের দাবি, কোয়ার্টার ফাইনাল খেলতে পারলেই বাংলাদেশ সফল হবে। টুর্নামেন্টটির গ্রুপ পর্ব (রাউন্ড রবিন ভিত্তিতে) ২ ও ৩ সেপ্টেম্বর এবং কোয়ার্টার ফাইনাল ৪ সেপ্টেম্বর, সেমিফাইনাল ৫ সেপ্টেম্বর ও ফাইনাল ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নের প্রাইজমানি ২ হাজার ৫০০ মার্কিন ডলার। এছাড়াও রানার্সআপ পাবে ১ হাজার ৫০০ মার্কিন ডলার এবং তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী পাবে ১ হাজার মার্কিন ডলার করে। সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালক এ এ ইব্রাহীম কাজু ও ঢাকা ক্লাবের ডা. মো. জহিরুল ইসলাম।

সর্বশেষ খবর