সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডমিঙ্গোতে মুগ্ধ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ডমিঙ্গোতে মুগ্ধ সাকিব

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের পরিচিত মুখ নেইল ম্যাকেঞ্জি। অনেকদিন ধরেই সাকিবদের ব্যাটিং কৌশলগুলো শুধরে দিচ্ছিলেন প্রোটিয়াস সাবেক ওপেনার। বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফে তিনি ছাড়া ছিলেন আরও একজন একমাত্র দক্ষিণ আফ্রিকান। সময়ের সঙ্গে বদলেছে টাইগারদের কোচিং স্টাফ প্যানেল। পুরনোদের মধ্যে টিকে আছেন শুধুমাত্র ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। বাদ পড়েছেন স্টিভ রোডস, কোর্টনি ওয়ালশ, সুনীল জোশীরা। এদের জায়গায় বিসিবি নিয়োগ দিয়েছে রাসেল ক্রেইগ ডমিঙ্গো, চার্লস লেঙ্গেভেল্ট ও ড্যানিয়েল ভেট্টরিকে। টাইগারদের নতুন কোচিং স্টাফে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরী ছাড়া বাকি সবাই দক্ষিণ আফ্রিকান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম চারজন কোচ একই দেশের। টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আবার নতুন কোচিং স্টাফ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় একটি ওয়েবসাইটে। ডেভ হোয়াটমোরের পর এই প্রথম ভালো একজন কোচ পাওয়ার কথা স্বীকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। হেড কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো এক সময় কোচিং করিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। ডমিঙ্গোকে অভিজ্ঞ ও ভালো কোচ বললেও বিদায়ী স্টিভ রোডসের বিষয়েও সন্তুষ্টি ঝরেছে টেস্ট ও টি-২০ অধিনায়কের কন্ঠে। রোডসের কোচিংয়ে দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি বিশ্বকাপে। তাই চাকরির মেয়াদ পূর্ণ করতে পারেননি ইংলিশ বংশোদ্ভুত কোচ রোডস। নির্ধারিত সময়ের আগেই বিদায় নিতে হয়েছে তাকে। তবে টাইগার অধিনায়ক সাকিবের চোখে কোনো সমস্যা ধরা পড়েনি রোডসের, ‘রোডসের মধ্যে আমি কোনো সমস্যা দেখিনি। তবে আমি যেমন বলব না ওনার মধ্যে সমস্যা ছিল, আবার একই সঙ্গে এটাও বলব না উনিই আমাদের জন্য ঠিক ছিলেন। বিশ্বকাপের পর বিসিবি মনে করতেই পারে যে রোডস আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে ঠিক মানানসই নন।’ টাইগারদের কোচিং স্টাফের চারজনই প্রোটিয়াস। এই প্রথম বিসিবি এক দেশের চারজনকে নিয়োগ দিয়েছে কোচিং স্টাফে। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা কোচিং স্টাফ তৈরি করেছে মনে করেন সাকিব। নুতন কোচ ডমিঙ্গোর সঙ্গে অল্প কয়েকদিন কাজ করে মুগ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘এখন আমাদের যে কোচিং স্টাফ, তারা খুবই ভালো। অভিজ্ঞ ও রেকর্ড ভালো এ রকম সব কোচ এনেছে বিসিবি। ডেভ হোয়াটমোর বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কার কোচ ছিলেন। এই প্রথম ভালো কোচ এল।’ 

সাকিব ও ডমিঙ্গো জুটির প্রথম অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। ৫-৯ সেপ্টেম্বর টেস্টটি খেলতে সাকিব বাহিনী গতকাল সন্ধ্যায় পা রেখেছে চট্টগ্রামে। বিশ্বকাপে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব। ব্যাটিংয়ে দুই সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট নেন। বিশ্বকাপে টানা খেলার ধকল কাটাতে বিশ্রামে ছিলেন সাকিব। সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নেননি তিনি। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজও খেলেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর