সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বুমরাহর হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

বুমরাহর হ্যাটট্রিক

কিংস্টন টেস্ট শুরুতেই সব আলো কেড়ে নিন ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়েল। বিশ্বের সবচেয়ে ওজনদার ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক ক্যারিবীয় স্পিন অলরাউন্ডারের। টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে কর্নওয়েলকে পেছনে ফেলে আলো নিজের করে নেন হনুমা বিহারী অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে। কিন্তু দিনের শেষ ভাগে কর্নওয়েল ও বিহারীকে পেছনে ফেলে কিংস্টন টেস্টে নায়কের আসনে বসে পড়েন ফাস্ট বোলার জশপ্রীত বুমরাহ। দিনের শেষ ভাগে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন এই ডান হাতি ফাস্ট বোলার। 

অ্যান্টিগা টেস্টে ভারতের বড় জয়ে অবদান রেখেছিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিং করে ৭ রানে ৫ উইকেট নিয়ে গড়েছিলেন নতুন এক রেকর্ড। বিহারীর ১১১ রানে ভর করে ৪১৬ রান করে ভারত। স্বাগতিকরা ব্যাট করতে নেমেই বুমরাহ’র গতিতে বেসামাল হয়ে পড়ে। নিজের চার নম্বর ওভারে হ্যাটট্রিক করেন বুমরাহ। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে ক্যাচ, তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ব্রুকসকে। যদিও ব্রুকস রিভিউ চেয়েছিলেন। হ্যাটট্রিক করেন নবম ওভারের চতুর্থ বলে রিভিউ নিয়ে। এবারও লেগ বিফোর করেন রোস্টন চেইজকে। ১২ টেস্ট ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিক করেন বুমরাহ। তার বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট হয়ে যায়। অর্থাৎ ভারতের চেয়ে স্বাগতিকরা ২৯৯ রানে পিছিয়ে। বুমরাহ ২৭ রানে ৬ উইকেট লাভ করে। মোহাম্মদ সামি ৩৪ রানে ২, জাদেজা ও ইশান্ত ১টি করে উইকেট পান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর