মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফাহিমার নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

ফাহিমার নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় জয়

প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ৮ উইকেটের সহজ জয় তুলে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেন সালমা, জাহানারা, রিতু, নাহিদারা। গতকাল ডান্ডিতে গ্রæপের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে সালমা বাহিনী। পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ৬ রানে হারিয়েছে ডার্ক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে। টানা দুই জয়ে বাংলাদেশ এখন ‘এ’ গ্রæপের শীর্ষে। টানা জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে সালমাদের। গ্রæপের একটি ম্যাচ বাকি স্কটল্যান্ডের বিপক্ষে। বৃষ্টিস্নাত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬.৩ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। এরপরই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অলরাউন্ডার ফাহিমা খাতুন। ১৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৫ চারে। ১৯ রান করেন ওপেনার সানজিদা। ১১ রান করেন ফারজানা হক। পিএনজির পক্ষে ১০ রানে ৩ উইকেট নেন। বৃষ্টিতে বন্ধ হওয়ায় পিএনজিকে টার্গেট দেওয়া হয় ৮ ওভারে ৫৯ রানের। রিতু মনি ও নাহিদার নিয়ন্ত্রিত বোলিংয়ে পিএনজি সংগ্রহ করে ৮ ওভারে ৫ উইকেটে ৫২। সালমা বাহিনী ম্যাচটি জিতে ৬ রানে। রিতু ৯ রানে ২টি এবং নাহিদা ১০ রানে ৩ উইকেট নেন। 

সর্বশেষ খবর