মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাকিবকে টপকানোর অপেক্ষায় তাইজুল

ক্রীড়া প্রতিবেদক

সাকিবকে টপকানোর অপেক্ষায় তাইজুল

অভিষেক ওয়ানডেতেই হ্যাটট্রিক! বিস্ময়কর পারফরম্যান্সের পরও ওয়ানডে দলে নিয়মিত নন তাইজুল ইসলাম। তবে বাঁ হাতি স্পিনার টেস্ট দলের অন্যতম ভরসা। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্পিন বিভাগের মূল অস্ত্র। তারপরও টেস্টে টাইগারদের সাফল্যের অনেকটাই নির্ভর করে তাইজুলের ঘূর্ণির উপর। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। সেখানে সাকিবের সঙ্গে খেলবেন তাইজুলও। দুই বাঁ হাতির অলিখিত লড়াইয়ের আড়ালে আরও একটি লড়াই থাকছে। রেকর্ড ভাঙার লড়াই। ম্যাচে ১ উইকেট পেলেই তাইজুল টপকে যাবেন সাকিবকে! গড়বেন নতুন এক রেকর্ড। সাকিব রেকর্ডটি গড়েছিলেন ২৮ টেস্টে। তাইজুলের ২৪ টেস্টে ৯৯ উইকেট। এছাড়াও  মোহাম্মদ রফিক দেশের হয়ে প্রথম ১০০ উইকেট নিয়েছেন ৩৩ টেস্টে। তাইজুল টেস্ট খেলছেন ২০১৪ সাল থেকে। কিংস্টনে অভিষেক টেষ্টেই ৫ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লিখেন বাঁ হাতি স্পিনার। সাকিব টেস্ট খেলছেন এক যুগ ধরে। ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেকের পর গত এক যুগে টেস্ট খেলেছেন ৫৫টি। উইকেট সংখ্যা ২০৫টি। বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডও টেস্ট অধিনায়কের। তিনি ১০০ উইকেট নেন ২৮ টেস্টে এবং ২০০ উইকেট নেন ৫৪ টেস্টে। সাকিবের সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে চট্টগ্রামে ৩৬ রানে ৭ উইকেট। তাইজুলের সেরা ৩৯ রানে ৮ উইকেট, ২০১৪ সালে মিরপুরে।

সাকিবকে পেছনে দ্রুততম উইকেটের সেঞ্চুরির বিষয় নিয়ে অবশ্য ভাবছেন না তাইজুল, ‘রেকর্ডের কথা অনেক সময় মাথায় থাকে। অনেক সময় মাথায় থাকে না। আমি যখন মাঠে নামি তখন ১ উইকেট নেওয়ার টার্গেটে নামি না। ৫-৬ উইকেট পেতেই নামি। এক উইকেট নিয়ে ভাবছি না। ভালো বোলিং করাই আমার টার্গেট।’

প্রতিপক্ষ আফগানিস্তানে রশিদ খানের মতো বিশ্বসেরা লেগ স্পিনার রয়েছেন। তারপরও সফরকারীদের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশই ফেবারিট। তবে তাইজুল আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না, ‘আমরা বলছি না আফগানিস্তান সহজ প্রতিপক্ষ। কোনো পরিবেশেই তারা ছোট দল নয়। তাদের স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী। ঘরের মাটিতে খেলছি বলেই টেস্টে আমরা জয়ের কথা ভাবছি।’  

সর্বশেষ খবর