মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আর্মি স্টেডিয়ামে পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কাজ চলবে। কবে শুরু হবে তা জাতীয় ক্রীড়া পরিষদ এখনো ঠিক করেনি। তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে স্টেডিয়ামে ক্রীড়া উৎসবও হতে পারে। তাই ঘরোয়া ফুটবল আয়োজনে বাফুফে বনানী আর্মি স্টেডিয়ামকে ঠিক করে রেখেছে। লিগ কমিটির চেয়ারম্যান বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এমপি বলেছেন, আমরা চিন্তাভাবনা করছি আর্মি স্টেডিয়ামে পেশাদার লিগ আয়োজনে। এতে করে আমাদের চাপও কমবে।

আর্মি স্টেডিয়ামে ১৯৮৭ সালে ফুটবলে মোহামেডান-আবাহনীর শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। অবশ্য দর্শকদের ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়নি। ২০০২ সালে ফেডারেশন কাপও অনুষ্ঠিত হয় এখানে।

সর্বশেষ খবর