শিরোনাম
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কিংসের হোম ভেন্যু বসুন্ধরায়

ক্রীড়া প্রতিবেদক

কিংসের হোম ভেন্যু বসুন্ধরায়

নির্মাণকাজের উদ্বোধনে কিংস সভাপতি ইমরুল হাসানসহ অন্যরা বাংলাদেশ প্রতিদিন

চারপাশে সবুজের সমারোহ। শহুরে কোলাহলের ছিটেফোঁটাও নেই এখানে। এরই মধ্যে চলছে বিশাল কর্মযজ্ঞ। বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে উঠছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম গ্রাউন্ড। বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল ক্রীড়া কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। সেখানেই পেশাদার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং প্রজেক্টের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমান উল্লাহ ক্রীড়া কমপ্লেক্স সংক্রান্ত নানান তথ্য জানালেন। প্রায় ১০০ একর জমির ওপর চলছে কর্মযজ্ঞ। ফুটবল মাঠ গড়ার কাজ প্রায় শেষ। মাসখানেকের মধ্যেই খেলার উপযোগী হয়ে যাবে। সম্পূর্ণ আধুনিক একটা ফুটবল মাঠ গড়ে তোলা হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাবেক প্রশাসক ইয়াহিয়া খান জানালেন, ফুটবল মাঠটি চারটি স্তরে তৈরি করা হচ্ছে। এখানে ব্যবহার করা হয়েছে জিও টেক্সটাইল। যাতে পানি দ্রুত শুষে নিতে পারে। স্টোন চিপস ব্যবহার করা হয়েছে; যা ফিল্টারের কাজ করবে। মুষলধারে বৃষ্টির পরও মাত্র ১৫-২০ মিনিটে মাঠটা শুকিয়ে যাবে বলে জানালেন ইয়াহিয়া। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমান উল্লাহ বললেন, আধুনিক এই মাঠটির পাশেই তৈরি করা হবে ফুটসাল, ক্রিকেট ও হকি মাঠ। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানালেন, ফুটবল মাঠে যাতে আন্তর্জাতিক ম্যাচ করা যায় সেভাবেই তৈরি করা হবে। গ্যালারিতে ১৫ হাজার আসন থাকবে দর্শকদের জন্য। ক্রিকেট মাঠটা হবে মূলত অনুশীলন করার জন্য। এখানে রংপুর রাইডার্স অথবা বিদেশি দলগুলোও অনুশীলন করতে পারবে বলে জানালেন ইমরুল হাসান। কী থাকছে না এই ক্রীড়া কমপ্লেক্সে! দুটি সুইমিং পুল থাকছে। একটি ৫০ মিটার, অন্যটি ২৫ মিটারের। অত্যাধুনিক জিমনেসিয়াম থাকবে। ফুটসাল, স্কোয়াশ, হ্যান্ডবল, বাস্কেটবলসহ নানান খেলার ব্যবস্থা থাকবে। ধীরে ধীরে এটাকে ক্রীড়া একাডেমি হিসেবে গড়ে তোলা হবে। ইমরুল হাসান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য একাডেমি গড়া। এজন্য অবশ্য সময় লাগবে।’

সর্বশেষ খবর