বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নতুন ঠিকানায় তপু

ক্রীড়া প্রতিবেদক

দেশের সেরা ডিফেন্ডার। অথচ বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলে নেই। থাকবেই বা কীভাবে। ইনজুরিতে অলস সময় কাটাছেন তপু বর্মণ। ঢাকা আবাহনীতে অনুশীলনের সময় পায়ে ব্যথা পান তিনি। আঘাত এতটা গুরুতর ছিল যে পেশাদার লিগে ১০ ম্যাচ খেলার পর মাঠেই নামতে পারেননি। এখন সুস্থ হয়ে উঠছেন। বললেন, ‘আমি এখন পুরোপুরি ফিট। মাঠে নামার অপেক্ষায় রয়েছি। তপু নাকি আবাহনী ছেড়ে সামনের মৌসুমে নতুন দলে যোগ দিচ্ছেন। স্বীকারও করলেন একথা। শীর্ষস্থানীয় একটি দল আমাকে অফার দিয়েছে। আমিও তাদের কাছে আমার ডিমান্ড তুলে ধরেছি। সবকিছু ঠিক থাকলে তবেই আবাহনী ছাড়ার চিন্তা করব। তপুর পারিশ্রমিক নিয়ে গুঞ্জন উঠেছে তাকে যে অফার দেওয়া হয়েছে তা ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ।

এ ব্যাপারে তপুর বক্তব্য আসলে পারিশ্রমিক এক বিষয় যা কখনো প্রকাশ করা যায় না। যাবেও না। এ নিয়ে শুধু গুঞ্জনই ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর