বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিপিএল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিসিবির সঙ্গে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি অনুযায়ী এক বছরে দুবার বিপিএল আয়োজন সম্ভব নয়। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা শেষে তিনি সংবাদমাধ্যমকে এ কথা বলেন। বিপিএলের সপ্তম আসর ডিসেম্বরে হওয়ার কথা। এক বছরে কেন দুবার বিপিএল আয়োজন করা যাবে না, এ ব্যাপারে বিসিবির সাবেক সভাপতি মুস্তফা কামাল বলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে, এক বছরে দুবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’ ২০১৮ সালের ডিসেম্বরে বিপিএল আয়োজনের কথা ছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কারণে আয়োজন পিছিয়ে যায়। নির্বাচনের পর গত জানুয়ারিতে শুরু হয় বিপিএলের ষষ্ঠ আসর। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের পদক্ষেপের মাধ্যমেই ফুটবল তার সোনালি অতীত ফিরে পেতে পারে। খেলাধুলার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধুলার উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন জড়িত।’ তিনি আরও বলেন, ‘আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালকে শুধু শেখ কামাল মনে করলে হবে না। শেখ কামাল একটি ইনস্টিটিউট। তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শেখ কামাল ইচ্ছা করলে অনেক কিছুই হতে পারতেন, কিন্তু তিনি মন দিয়েছিলেন খেলাধুলা ও যুবসমাজের দিকে। আর যুবসমাজকে সঠিক দিকে ধাবিত করার লক্ষ্যেই সৃষ্টি করেছিলেন আবাহনী।’ চট্টগাম আবাহনীর আয়োজনে ও বাফুফের সহযোগিতায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ অক্টোবরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত হবে।

সর্বশেষ খবর