বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশকে ফেবারিট মেনেই মাঠে নামছে আফগানরা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বাংলাদেশকে ফেবারিট মেনেই মাঠে নামছে আফগানরা

টেস্টে বাংলাদেশ অনেক অভিজ্ঞ এবং ম্যাচে তারাই ফেভারিট। তারপরও বলব, যদি আমরা আমাদের পরিকল্পিত দায়িত্বগুলো পালন করতে পারি, তাহলে টেস্টের ফলাফল ইতিবাচক হবে বলেই বিশ্বাস।’

-রশিদ খান

 

অভিজ্ঞতা মাত্র ২ টেস্টের। সেই বিচারে আনকোরা বলাই যায় আফগানিস্তানকে। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আজ তৃতীয় টেস্ট খেলতে নামছে। প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে লাল বলে এবারই প্রথম খেলছে। তাই বলে প্রতিপক্ষ হিসেবে অপরিচিত নয়। ওয়ানডে ও টি-২০ ম্যাচে পরস্পর পরস্পরের প্রবল প্রতিপক্ষ। তারপরও সাদা পোশাকে লাল বলের লড়াইয়ে সাকিব আল হাসানের বাংলাদেশকেই এগিয়ে রাখলেন আফগান অধিনায়ক বিশ^সেরা লেগ স্পিনার রশিদ খান। টাইগারদের এগিয়ে রাখলে নিজেদের উপর আস্থা রেখেছেন আফগান অধিনায়ক। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে আফগানিস্তান হার মানে ইনিংস ব্যবধানে। নিজেদের দ্বিতীয় টেস্টেই জয় পায় আরেক নবাগত আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে আজ বাংলাদেশকে ফেবারিট মেনেই মাঠে নামছে আফগানিস্তান। দলপতি রশিদ বলেন, ‘টেস্টে বাংলাদেশ অনেক অভিজ্ঞ এবং ম্যাচে তারাই ফেবারিট। তারপরও বলব, যদি আমরা আমাদের পরিকল্পিত দায়িত্বগুলো পালন করতে পারি, তাহলে টেস্টের ফলাফল ইতিবাচক হবে বলেই বিশ^াস।’ রশিদ এই প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন। নেতৃত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত রশিদের বিশ^াস এই নেতৃত্ব ছোট বয়স থেকেই তাকে অনেক কিছু শেখাবে, ‘তরুণ বয়সে দলকে নেতৃত্ব দেওয়া দারুণ বিষয়। আমি মনে করি এটা অনেক বড় বিষয় যে, দলকে নেতৃত্ব দিয়ে অনেক কিছুই শেখা যাবে। আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়াটা অনেক বিষয়। একই সঙ্গে এটাও অনেক বড় বিষয়, সাদা পোশাকে আফগানিস্তানের টেস্ট খেলা।’

বাংলাদেশের যেমন সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আফগানিস্তানের সবচেয়ে বড় তারকার নাম রশিদ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দেশের লড়াইয়ের আড়ালে দুই তারকার লড়াইটাও জমাটি হবে কোনো সন্দেহ নেই। দুই ক্রিকেটারের লড়াইকে আড়াল করে সাকিবকে বন্ধু বলেছেন রশিদ, ‘আইপিএলে আমরা এক সঙ্গে খেলেছি। সেখানে সেরা দুই বছর কাটিয়েছি। মাঠে এবং মাঠের বাইরে আমরা আনন্দ করেছি। সত্যিকার অর্থে আমরা দুজনে খুব ভালো বন্ধু।’

সর্বশেষ খবর