বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাইলফলকের সামনে তাইজুল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

মাইলফলকের সামনে তাইজুল

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সম্পর্কে সাকিব আল হাসান বলেন, চট্টগ্রামের উইকেট দেখতে যেমন মনে হয়, অনেক সময় সেরকম আচরণ করে না। অধিনায়কের এমন রহস্যঘেরা মন্তব্যের পর একটি বিষয় এখন আলোচনায়, একাদশে কি চার স্পিনার থাকবেন? সেটা বুঝা যাবে আজ সকালেই। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাঁ হাতি স্পিনার তাইজুলের জন্য বিশেষ কিছু। তিনি দাঁড়িয়ে আছেন মাইলফলকের সামনে। ১ উইকেটে পেলে সাকিব ও মোহাম্মদ রফিকের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে উইকেটের সেঞ্চুরি করবেন। তেমনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে পেছনে ফেলে গড়বেন নতুন এক রেকর্ড। এক উইকেট পেলেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনি সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন। ৫৫ টেষ্টে সাকিবের নেওয়া উইকেট ২০৫টি। বিশ্বসেরা অলরাউন্ডার ১০০ উইকেট নিয়েছিলেন ২৮ টেস্টে। রফিক ১০০ উইকেট নেন ৩৩ টেস্টে। তাইজুলের উইকেট ৯৯টি ২৪ টেস্টে। সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ইংল্যান্ডের জর্জ লোহম্যানের। ১৮ টেস্ট ক্যারিয়ারে উইকেট নেন ১১২টি। তবে ১০০ উইকেট নেন মাত্র ১৬ টেস্টে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর