বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার

দাবায় বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন নিয়াজ মোর্শেদ। ১৯৮৭ সালে তিনি এই পদক অর্জন করেন। এর আগে তিনি ১৯৮২ সালে আন্তর্জাতিক মাস্টার পদক অর্জন করেন। এরপর বাংলাদেশ থেকে একে একে আরও চার জন দাবায় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। জিয়াউর রহমান ২০০২ সালে, রিফাত বিন সাত্তার ২০০৬ সালে, আবদুল্লাহ আল রাকিব ২০০৭ সালে এবং এনামুল হোসেন রাজীব ২০০৮ সালে গ্র্যান্ডমাস্টার পদক অর্জন করেন। ফিদে রেটিংয়ে বর্তমানে বাংলাদেশের জিয়াউর রহমান সবার ওপরে অবস্থান করছেন। তিনি ২৪৯২ রেটিং নিয়ে শীর্ষে আছেন। এরপর আছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন, রিফাত বিন সাত্তার এবং নিয়াজ মোর্শেদ ।

সর্বশেষ খবর