শিরোনাম
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাত স্পিনারের একাদশ

চট্টগ্রাম টেস্ট

আসিফ ইকবাল, চট্টগাম থেকে

প্রভীন হিমাঙ্গিনিকা; ভারতীয় রাজ্য দল বিদর্ভের হয়ে রঞ্জি খেলেছেন। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং করিয়েছেন রাজ্য অনূর্ধ্ব-১৯ দলকে। কিন্তু কোচিংয়ে থিঁতু না হয়ে ২০০৮ থেকে ক্যারিয়ার গড়েছেন পিচ কিউরেটর হিসেবে। ১১ বছরের অভিজ্ঞ হিমাঙ্গি গেল ফেব্রুয়ারিতে জিতেছেন ভারতের মাস সেরা পিচ কিউরেটরের পুরস্কার। জন্মভূমি ছেড়ে এখন তিনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হেড কিউরেটর। বিসিবির নির্দেশনায় জহুর আহমেদের উইকেটকে চৈত্রমাসের ক্ষরক্ষরে জমির মতো করে বানিয়েছেন। দিনের শুরু থেকে স্পিনারদের বল যেন লাটিমের মতো ভনভন করে ঘুরতে থাকে, সেরকম উইকেট উপহার দিয়েছেন সাকিব, তাইজুল, মিরাজ, নাইমদের। স্পিনারদের চাহিদামতো উইকেট তৈরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একাদশটা হয়েছে অদ্ভুতুরে! জয় পেতে মরিয়া টাইগার অধিনায়ক সাকিব আল হাসান একাদশে জায়গা দেননি কোনো স্পেশালিষ্ট পেসার। যাও একজন আছেন, সেই সৌম্য সরকার আবার প্রথমে ব্যাটসম্যান এবং পরে অকেশনাল মিডিয়াম পেসার। একাদশে স্পেশালিষ্ট স্পিনারের সংখ্যা চার-সাকিব, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাইম। দলের প্রয়োজনে অফ স্পিনটা বেশ ভালো করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুল হক। সংখ্যার বিচারে একাদশের সাতজনই স্পিনার! চার স্পিনারের একাদশ এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৪ রানের জয়ের ম্যাচে সাকিব বাহিনী ক্রিকেট যুদ্ধে নেমেছিল চার স্পিনার নিয়ে। সেটা ছিল মিরপুরে। এবার নামলো চট্টগ্রামে। তাই জন্ম নিয়েছে প্রশ্নের। মিরপুরের তুলনায় চট্টগ্রামের উইকেটের বাউন্স অপেক্ষাকৃত বেশি। স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটসম্যানদের সাফল্যও আকাশছোঁয়া। জহুর আহমেদে সর্বশেষ টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগাররা জিতেছিল ৬৪ রানে। ওই ম্যাচে একমাত্র স্পেশালিষ্ট পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান। একাদশে ছিল তিন স্পিনার। তাই জহুর আহমেদের উইকেটে চার স্পিনার দিয়ে খেলা একটু বেশিই সাহসিকতা। সাহসিকতা বেশি হলেও সাকিব কিন্তু টেস্ট শুরুর আগেই পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন চার স্পিনার খেলানোর। বলেছিলেন, ‘যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া উইকেটের সুবিধা পেতে চার পেসার নিয়ে খেলতে পারেন, তাহলে আমাদের চার স্পিনার নিয়ে খেলতে অসুবিধায় কোথায়।’ শুধু বাংলাদেশ কেন, এক সময় ভারত চার স্পিনার বিষেন সিং বেদী, ভিভিএস চন্দ্রশেখর, এরাপল্লী প্রশন্ন ও ভেঙ্কট রাঘবনকে নিয়ে দেশে ও বাইরে নিয়মিত টেস্ট খেলতো। সাফল্য পেতে মরিয়া সাকিব সেই পথেই হাঁটতে শুরু করেছেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

আফগানিস্তান : ২৭১/৫ (৯৬ ওভার) (রহমত শাহ ১০২, আসগর ৮৮, আফসার জাজাই ৩৫, তাইজুল ২/৭৩, নাঈম হাসান ২/৪৩, মাহমুদুল্লাহ ১/৯।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর