শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রেকর্ড গড়ে উচ্ছ্বসিত তাইজুল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

রেকর্ড গড়ে উচ্ছ্বসিত তাইজুল

ইয়াসির শাহ, রবিচন্দন অশি^ন, সাইদ আজমলদের নাম বেশ ভালোভাবে জানেন। উপমহাদেশের এই তিন ক্রিকেটারের ক্যারিয়ার মুখস্থ না থাকলেও তাইজুল ইসলাম খুব ভালো করেই জানেন, এরা সবাই বিশ^মানের স্পিনার। তিনজনই নিজেদের দিনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সব প্রতিরোধ দুমড়ে-মুচড়ে দিতে সময় নেন না খুব একটা। এই তিন ক্রিকেটারের নাম জানলেও শোনেননি জর্জ লোহম্যানের নাম। ইংল্যান্ডের সাবেক এই ফাস্ট বোলার সম্পর্কে জানতে চাইলে চমকে ওঠেন। যখন বলা হলো, সাকিব আল হাসানকে পেছনে ফেলে আপনি যে রেকর্ডটি গড়েছেন, সে রেকর্ডে সবার ওপরে জর্জ লোহ্যান। বাঁ হাতি স্পিনার তাইজুল দিনের সপ্তম ওভারের দ্বিতীয় বলে আফগান ওপেনার ইহসানউল্লাহ জানাতকে বোল্ড করে রেকর্ড বইয়ে নাম লেখান সোনালি হরফে। যে রেকর্ডটি এত দিন ছিল বিশ^সেরা অলরাউন্ডার সাকিবের। গতকাল প্রথম দিনেই সেটা নিজের করে নেন তাইজুল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তাইজুল সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। এজন্য খেলতে হয়েছে ২৫ টেস্ট। সাকিব নিয়েছেন ২৮ টেস্টে। আরেক বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিক বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক গড়েছিলেন ৩৩ টেস্টে। তাইজুল শুধু রেকর্ডই গড়েননি, একটি মাইলফলকও গড়েছেন। রফিক ও সাকিবের পর তৃতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে নাম লিেিখয়ছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সাকিবের টেস্ট উইকেট সংখ্যা ৫৬ টেস্টে ২০৫, তাইজুলের ২৫ টেস্টে ১০১ ও রফিকের ৩৩ টেস্টে ১০০। রেকর্ডটি গড়ে উচ্ছ্বসিত তাইজুল, ‘টেস্ট ক্রিকেট বরাবরই অন্যরকমের। সেখানে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়তে পেরে ভালোই লাগছে।’ তাইজুল বরাবরই ‘আন সাং’ হিরো। তার খেলা আগের ২৪ টেস্টের ৯টিতে জিতেছে বাংলাদেশ। কিন্তু কোনো ম্যাচেই তিনি সাকিব, মেহেদি হাসান মিরাজ কিংবা তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো আলোচনার কেন্দ্রে ছিলেন না। তিনি অনেকটাই ভারতের রাহুল দ্রাবিড় কিংবা অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাকগিলের মতো। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ও সফল ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও দ্রাবিড়কে সব সময় আড়ালে থাকতে হয়েছে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর। ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার হয়েও স্টুয়ার্ট ম্যাকগিল ছায়া হয়ে খেলেছেন শেন ওয়ার্নের। তাইজুলও ঠিক একইভাবে ছায়ায় খেলছেন সাকিবের। অথচ টার্ন কিংবা আগ্রাসী মেজাজে তাইজুল কোনো অংশেই পিছিয়ে নন সাকিব থেকে।

বাংলাদেশের বোলারদের দ্রুততম ১০০ উইকেট

ক্রিকেটার            টেস্ট

তাইজুল ইসলাম               ২৫

সাকিব আল হাসান          ২৮

মোহাম্মদ রফিক              ৩৩

সর্বশেষ খবর