শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঐতিহাসিক সেঞ্চুরি রহমতের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

ঐতিহাসিক সেঞ্চুরি রহমতের

চরিত্রের বিপরীতে ব্যাটিং করেছেন রহমত শাহ। আফগানিস্তানের ক্রিকেটাররা ব্যাটিং করেন খুনে মেজাজে। শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে পছন্দ আফগান ক্রিকেটারদের। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাইজুল, সাকিব, নাইম, মেহেদি মিরাজ, মাহমুদুল্লাহদের ঘূর্ণির বিপক্ষে ঠা-া মেজাজে ব্যাটিং করেন রহমত শাহ, আজগর আফগান। বিশেষ করে রহমত শাহ যে ঠান্ডা মেজাজে ব্যাটিং করেছেন, এক কথায় অসাধারণ! ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলেছেন। কিন্তু ১৮৭ বলের ইনিংসটিতে কখনোই মনে হয়নি টেস্ট ক্রিকেটে তিনি নবাগত। ১০২ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অথচ প্রতিটি স্ট্রোকেই ফুটে উঠছিল অভিজ্ঞতার ছাপ। গতকাল একমাত্র টেস্টের প্রথম দিনে তার অভিষেক সেঞ্চুরিতে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। তার সেঞ্চুরিতেই প্রথম দিনটি নিজেদের এবং নিজের করে নিয়েছেন ২৬ বছর বয়সী রহমত শাহ। ১০২ রানের প্রত্যয়ী ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। সেঞ্চুরি করে দারুণ উচ্ছ্বসিত রহমত পশতু ভাষায় জানান, ‘আমার অভিষেক সেঞ্চুরি। দারুণ লাগছে। সাকিব ও তাইজুলদের মতো বিশ^মানের স্পিনারদের বিপক্ষে সেঞ্চুরি করে আমি আনন্দিত।’ ২৬ বছর বয়সী তাইজুল আগের টেস্টেই সেঞ্চুরি করতে পারতেন। দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় কাছে এসেও পারেননি।

 ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সাজঘরে ফেরেন ৯৮ রান করে। প্রথম ইনিংসেও খেলেছিলেন ৭৬ রানের ঝলমলে ইনিংস। কাল সেঞ্চুরির পর জানালেন আফগানিস্তান ঠিক পথেই রয়েছে টেস্টে, ‘আমাদের যে টার্গেট ছিল, তা পূরণ হয়েছে।’

সর্বশেষ খবর