শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বুমেরাং

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের ব্যাটসম্যানরা নাকি ঠিকঠাক স্পিন খেলতে পারেন না! আবার বাংলাদেশের ব্যাটসম্যান নাকি ঘূর্ণির বিরুদ্ধে ওস্তাদ! -এমন ভাবনা থেকেই ‘বেশি’ আত্মবিশ্বাস দেখিয়ে ‘স্পিননির্ভর’ আফগান দলের বিরুদ্ধে চট্টগ্রামের উইকেট ‘স্পিন-ফাঁদ’ বানানো হয়েছে। আর এমন সিদ্ধান্তই বুমেরাং হয়েছে। বাংলাদেশ দল এখন নিজেদের পাতা ফাঁদেই আটকে গেছে। স্পিনে ‘আনকোরা’ আফগান ব্যাটসম্যানরা বাংলাদেশের ৭ স্পিনারকে পাত্তা না দিয়ে প্রথম ইনিংসে করেছে ৩৪২ রান। যা তাদের টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ। ৮ নম্বরে ব্যাট করতে নানা রশিদ খানও যেখানে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন, সেখানে বাংলাদেশের সেরা তিন ব্যাটসম্যান সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ একসঙ্গে ব্যর্থ। তিনজনের রানের যোগফল মাত্র ১৭। সাকিব টেনেটুনে করেছেন ১১। মাহমুদুল্লাহ দুই অঙ্কের কোঠায়ই পৌঁছতে পারেননি, আর মুশফিকুর রহিম তো রানের খাতাই খুলতে পারেননি।

ক্রিকেটে পারফরম্যান্সের উত্থানপতন থাকে, থাকবেই! তাই বলে ৫৪ রানে তিন উইকেট যাওয়ার পরও সিনিয়ররা একসঙ্গে ব্যর্থ হবেন?

দিনের প্রথম সেশন বেশ ভালোই ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর