শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্টোকস হতে পারবেন মোসাদ্দেক?

ক্রীড়া প্রতিবেদক

সপ্তাহ দুয়েক আগেই শেষ ব্যাটসম্যানকে নিয়ে জুটি গড়ে অতিমানবীয় এক ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন বেন স্টোকস। আজ মোসাদ্দেক হোসেনকেও এমন একটি ইনিংস খেলার বিকল্প নেই। যদিও স্টোকস খেলেছেন শেষ ইনিংসে। কিন্তু মোসাদ্দেককে খেলতে হবে দ্বিতীয় ইনিংসেই। কারণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে উইকেট- চতুর্থ ইনিংসে ভালো করা আরও কঠিন! শেষের দিকে বল আরও বেশি ঘুরতে থাকবে। তখন বাইশ গজ হয়ে যাবে ব্যাটসম্যানদের ‘মৃত্যুকূপ’! তাই ম্যাচে ফিরতে হলে চট্টগ্রাম টেস্টে আজই শেষের দুই ব্যাটসম্যানকে অতিমানবীয় এক ইনিংসই উপহার দিতে হবে মোসাদ্দেককে! গতকাল নিজের কাজটি দারুণভাবে করেছেনও। ১৪৬ রানে ৮ উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই শুরু করেছিলেন। দিনের শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত রয়েছে তাদের জুটি। ৭৪ বলে ৪৪ রানে নটআউট মোসাদ্দেক। তার ইনিংসে ছিল দুই ছক্কার সঙ্গে একটি বাউন্ডারি। তাইজুলও দারুণ ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। তবে রানের চেয়ে বড় বিষয় হচ্ছে আফগান ঘূর্ণি-বিষের বিরুদ্ধে ৫৫টি বল মোকাবিলা করেছেন তিনি। দলের সেরা তিন ব্যাটসম্যান সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলে ফেস করেছেন মাত্র ৩৩ বল!

তবে আজ মোসাদ্দেকের ওপর নির্ভর করছে অনেক কিছু! তাইজুলকে নিয়ে ১৯৪ রানের স্কোরকে আরও কতদূর নিয়ে যেতে পারেন সেটাই দেখার বিষয়? বেন স্টোকসের মতো মোসাদ্দেকও লেজের ব্যাটসম্যানদের নিয়ে ‘মহাকাব্যিক’ ইনিংস খেলতে পারেন কিনা!

সর্বশেষ খবর