শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফাইনালে সেরেনা

ক্রীড়া ডেস্ক

ফাইনালে সেরেনা

মার্গারেট কোর্ট ২৪টি গ্র্যান্ডস্লাম ট্রফি জিতে শীর্ষে অবস্থান করছেন। ২৩টি জিতে সেরেনা আছেন দুই নম্বরে। ২০১৭ সালে অস্ট্রেলিয়া ওপেন জয়ের পর সেরেনা উইলিয়ামস এক কন্যাসন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর তিনবার গ্র্যান্ডস্লাম ফাইনাল খেললেও মার্গারেট কোর্টকে স্পর্শ করতে পারেননি তিনি। আরও একবার ফাইনাল নিশ্চিত করলেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতলানাকে ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। ফাইনালে তিনি মুখোমুখি হবেন কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। সেমিফাইনালে আন্দ্রেস্কু ৭-৬ (৭/৩), ৭-৫ গেমে হারিয়েছেন বেলিন্ড বেনচিচকে। প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম ফাইনাল নিশ্চিত করলেন বিয়াঙ্কা। অবশ্য সেরেনার মুখোমুখি তিনি আগেও হয়েছেন। গত মাসে রজার্স কাপের ফাইনালে সেরেনার বিপক্ষে ৩-১ গেমে এগিয়ে থেকে বাই পেয়েছেন। ইনজুরির কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেরেনা। দেখা যাক, ইউএস ওপেনের ফাইনালে এবার ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্লাম ট্রফি জিততে পারেন কি না তিনি!

২০০৭ সাল থেকে প্রতি বছরই কোনো না কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন সেরেনা উইলিয়ামস। সব মিলিয়ে গত ৩২ ফাইনালে জিতেছেন ২৩ বার। ৩৩তম গ্র্যান্ডস্লাম ফাইনালে সেরেনা এমন এক তরুণীর মুখোমুখি হচ্ছেন যার জন্ম সেরেনার প্রথম গ্র্যান্ডস্লাম জয়েরও প্রায় ৯ মাস পর!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর